ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলছেন, ‘শামির যেমন বুমরাহকে দরকার, তেমন বুমরাহরও শামিকেই দরকার। বুমরাহ ফিট ছিল না বলে খেলতে পারেনি, কিন্তু শামি খেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ওর পাঁচ উইকেট নেওয়ায় আমি একদমই অবাক হইনি। ’।