বাংলা নিউজ > ক্রিকেট > Shakib Al Hasan- ‘ছাত্র খুনের দায় ও এড়াতে পারেনা!’ পাকিস্তান সিরিজে সুযোগ পেতেই শাকিবকে তোপ প্রাক্তন বিসিবি সদস্যের!
পরবর্তী খবর
Shakib Al Hasan- ‘ছাত্র খুনের দায় ও এড়াতে পারেনা!’ পাকিস্তান সিরিজে সুযোগ পেতেই শাকিবকে তোপ প্রাক্তন বিসিবি সদস্যের!
1 মিনিটে পড়ুন Updated: 15 Aug 2024, 07:44 AM ISTMoinak Mitra
ছাত্র আন্দোলনের অন্যতম মুখ যিনি বকলমে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সেই, আসিফ আহমেদই গ্রিন সিগন্যাল দেন শাকিবকে ফের বাংলাদেশের দলে নেওয়ার। বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর ইফতিখার আহমেদ জানিয়েছেন, ‘আমরা আমাদের ক্রীড়া উপদেষ্টার কাছে পাকিস্তান সিরিজের স্কোয়াড রাখি,তবে তিনি শাকিবের বিরোধিতা করেননি ’।
শাকিব আল হাসান। ছবি- এএফপি
বাংলাদেশে অশান্তির আবহ এখনও অব্যাহত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মহম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করলেও এখনও বাংলাদেশের সম্পূর্ণ শান্তি ফেরেনি, বহু জায়গায় এখনও আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। ছাত্র আন্দোলনের শুরুটা একরকম হলেও, ক্রমেই সেই আন্দোলন রূপ নেয় ধর্মীয় ভিত্তিতে ভাগাভাগি এবং খুন-লুটের। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট দল তাঁদের খেলা ফের শুরু করতে চলেছে।
পাকিস্তানের সঙ্গে রয়েছে চলতি মাসেই রয়েছে টেস্ট সিরিজ। পাকিস্তানে তাঁরা কয়েকদিন আগেই পৌঁছে গেছেন যাতে নূন্যতম প্রস্তুতি সাড়তে পারেন, সেই দলেই এবার সুযোগ পেলেন বাংলাদেশের প্রাক্তন সরকার এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের হেভিওয়েট নেতা তথা ক্রিকেটার শাকিব আল হাসান, তাঁর দলে ঢোকার পর থেকেই দুই ভাগ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটমহল।
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন দলের সাংসদ ছিলেন সেদেশের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেটার শাকিব আল হাসান, সদ্য ভোটে জিতলেও সেই পদ খুব বেশিদিন স্থায়ি হয়নি তাঁর। কারণ জুলাই মাসেই ব্যাপক আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হল শেখ হাসিনা, তাঁর সরকার পড়ে যায়। এরপর তাঁর সংসদেরও বিলোপ ঘটে। আওয়ামি লিগের অধিকাংশ নেতা-নেত্রীই দেশ ছেড়েছেন হাসিনার সঙ্গে, এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শাকিব আল হাসান দলে ডাক পেতেই শুরু হল নতুন করে তাঁকে নিয়ে চর্চা।
ছাত্র আন্দোলনের অন্যতম মুখ যিনি বকলমে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সেই, আসিফ আহমেদই গ্রিন সিগন্যাল দেন শাকিবকে ফের বাংলাদেশের দলে নেওয়ার। এরপরই পাকিস্তান সিরিজের দলে তাঁকে নেওয়া হল। বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর ইফতিখার আহমেদ জানিয়েছেন, ‘আমরা আমাদের ক্রীড়া উপদেষ্টার কাছে স্কোয়াড রেখেছিলাম, এক্ষেত্রে তিনি শাকিবের বিরোধিতা করেননি, কারণ দল সবসময় যোগ্যতার ওপরই তৈরি হওয়া উচিত ’।
যদিও শাকিবের দলে ঢোকা নিয়ে দ্বিমত রয়েছে প্রাক্তন বিসিবি সদস্যদের মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সদস্য রফিকুল ইসলাম বলছেন, ‘একজন আইনের সংস্কারক তথা সাংসদ হিসেবে শাকিব কখনও নিজের দায় এড়াতে পারেনা এত মানুষের প্রাণ যাওয়ার জন্য। যখন ছাত্রদের হত্যা করা হচ্ছিল, তখন শাকিব একবারের জন্যেও বিরোধিতা করেননি। সমস্ত ছাত্রদের কাছেই শাকিব একজন আইকনের মতো, তাই ওর সবার আগে এসে নিজের চুপ থাকা নিয়ে বিবৃতি দেওয়া উচিত ছিল ’। উল্লেখ্য অগাস্টের ২১ তারিখ থেকে শুরু টেস্ট সিরিজ।