শুভব্রত মুখার্জি:- পুরুষদের চলতি টি-২০ বিশ্বকাপের আবহেই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পায়। ১৪৩ রানের ব্যবধানে জিতে সিরিজে লিড নেয় তারা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানেই 'রান ফেস্টের' সাক্ষী থেকেছেন দর্শকরা। দুই দলের ব্যাটাররাই এদিন আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছেন। ফলে এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থেকেছেন ক্রিকেট ভক্তরা। আর রান বন্যার এই ম্যাচ জায়গা করে নিয়েছে মেয়েদের ক্রিকেট ইতিহাসে এক অনন্য তালিকায়। ম্যাচে দুই দল ব্যাট করে মোট রান করার নিরীখে মেয়েদের ওডিআই ক্রিকেটের ইতিহাসে এই ম্যাচ জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন… T20 WC 2024 IND vs AFG: আমাদের কাছে যা স্পিনার আছে… ভারতের বিরুদ্ধে নামার আগেই আফগান কোচের হুঙ্কার
তালিকায় প্রথম স্থানে রয়েছে ২০১৭ সালের ব্রিস্টলের ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট রান উঠেছিল ৬৭৮। অল্পের জন্য এই রেকর্ড ভাঙতে পারল না বুধবারের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। এই ম্যাচে দুই দল মিলিয়ে উঠল মোট ৬৪৬ রান।কাকাতলীয়ভাবে এই তালিকায় থাকা শীর্ষ দুই ম্যাচের দুটিতেই অন্যতম দল হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা দল। যদিও বেঙ্গালুরুতে আজকের ম্যাচে তারা লড়াই চালিয়ে শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হেরে গিয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২২ সালে ক্রাইস্টচার্চে খেলা অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ। এই ম্যাচে উঠেছিল ৬৪১ রান। তালিকায় চতুর্থ স্থানে থাকা ডাবলিনের নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ড ম্যাচে উঠেছিল ৬৩৫ রান। পঞ্চম স্থানে থাকা লেস্টারশায়ারে খেলা ২০২২ সালের দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে উঠেছিল ৬৩৩ রান। অর্থাৎ এই তালিকায় প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি তিনটি করে ম্যাচে একটি দল হিসেবে থাকার নজির রয়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দলের।
এদিনের ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ৩২৫ রান করতে সমর্থ হয়। ভারতের হয়ে জোড়া শতরান করেন ভারতের অধিনায়ক এবং সহ অধিনায়ক। ঘটনাচক্রে প্রথম ম্যাচে ও ১২৭ বলে ১১৭ রান করেছিলেন স্মৃতি মন্ধনা। যা ছিল ভারতের মাটিতে তাঁর প্রথম শতরান। এদিন সেই ধারা বজায় রেখে তিনি পরপর ম্যাচে তাঁর দ্বিতীয় শতরানটি ও করে ফেললেন। এদিন ১২০ বল খেলে তিনি করেছেন ১৩৬ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১৮ টি চার এবং দুটি ছয়ে। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর মাত্র ৮৮ বলে ১০৩ রান করে অপরাজিত থেকে যান। তাঁর ইনিংসে তিনি মারেন ৯ টি চার এবং তিনটি ছয়। রিচা ঘোষ মাত্র ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থেকে যান। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা দল। তাদের হয়ে ও শতরান করেছেন তাদের দলনায়ক এবং দলের সেরা অলরাউন্ডার। লরা উলভার্ট ১৩৫ বলে ১৩৫ রান করে অপরাজিত থেকে যান। মারিজান কাপ অন্যদিকে ৯৪ বলে ১১৪ রান করেন।তবে তাদের লড়াই সত্ত্বে ও ছয় উইকেটে ৩২১ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে চার রানে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজ জয় ও নিশ্চিত করে ভারত।