
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কানপুরে মঙ্গলবার টেস্টের পঞ্চম দিন। সেদিনই শুরু হচ্ছে ইরানি ট্রফি। সেই কারণে চতুর্থ দিনেই ছেড়ে দেওয়া হল ভারতীয় দলের তিন ক্রিকেটারকে। নিজের রাজ্যের দলের হয়ে যোগ দেবেন তাঁদের মধ্যে একজন ক্রিকেটার, বাকিরা খেলবেন রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে রঞ্জি ট্রফিজয়ী মুম্বই দলের বিরুদ্ধে।
লখনউতে মঙ্গলবার থেকে শুরু মুম্বই বনাম রেস্ট অফ ইন্ডিয়ার ম্যাচ। ইরানি ট্রফিতে খেলার জন্যই ভারতীয় দলের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হল সরফরাজ খান, ধ্রুব জুরেল এবং যশ দয়ালকে। তিন ক্রিকেটারেরই নাম রয়েছে ইরানি কাপের স্কোয়াডে,তাই তাঁদের ম্যাচের ২৪ ঘন্টা আগেই রিলিজ দিয়ে দেওয়া হয় ভারতীয় দল থেকে।
মঙ্গলবার টেস্টের শেষ দিন হওয়ায় তেমন ক্রিকেটারের প্রয়োজন হবে না ভারতীয় দলের। সাবস্টিটিউট লাগলে সেটা ভারতের হাতে রয়েছে। তাই এই তিন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। মুম্বইয়ের রঞ্জি ট্রফিজয়ী দলকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। এই ম্যাচে সরফরাজ খান খেলবেন মুম্বইয়ের হয়ে। তিনি রাজ্য সংস্থার দলের হয়ে দুরন্ত পারফরমেন্সের সুবাদেই বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন।
আরও পড়ুন-পঞ্চম একদিনের ম্যাচে DLS মেথডে ইংল্যান্ড বধ অজিদের! অলরাউন্ডার হেডের ম্যাজিকে সিরিজ জয়…
যদিও বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারেননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় এবং সামনে বর্ডার গাভাসকর সিরিজ থাকায় সরফরাজের আগে লোকেশ রাহুলকে সুযোগ দেওয়া হয়েছিল। আর লোকেশ রাহুল বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে অবশেষে ফর্মে ফিরেছেন। ৪৩ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি, সেই সুবাদেই ভারত ৯ উইকেটে ২৮৫ তুলে প্রথম ইনিংস ডিক্লিয়ার করে।
আরও পড়ুন-BCCI AGM- নতুন ফরম্যাট অপছন্দ! আগামী বছরই ফিরছে দলীপের পুরনো নিয়ম! ICCতে প্রতিনিধি কে?
প্রসঙ্গত রেস্ট অফ ইন্ডিয়া দলের অধিনায়কত্ব করবেন সদ্য দলীপ ট্রফিতে ইন্ডিয়া এ দলের অধিনয়াকত্ব করা রুতুরাজ গায়েকওয়াড়। তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসেও অধিনায়কত্ব করেন। এই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না সরফরাজ খানের ভাই মুশির খান। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে দ্বিশতরান ছিল তাঁর। সেমিফাইনালে অর্ধশতরানের পর ফাইনালে ফের শতরান করেন মুশির। দলীপ ট্রফিতেও অনবদ্য শতরান করেন। কিন্তু লখনউতে আসার পথেই গত শনিবার তাঁর গাড়ি দুর্ঘটনা হয়েছিল, বর্তমানে ঘাড়ে চোটের জন্য তিনি মাঠের বাইরে রয়েছেন।
আরও পড়ুন-IPL 2025- তারকারা যখন জিরো, তখন ওরাই হিরো! শশাঙ্কদের সম্মান দিতেই ম্যাচ ফি-র সিদ্ধান্ত…
উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল এবং যশ দয়াল খেলবেন অবশিষ্ট একাদশ ভারতের হয়ে। আগেই রেস্ট অফ ইন্ডিয়ার দল ঘোষণার সময় বিসিসিআই জানিয়ে দিয়েছিল, যে ক্রিকেটাররা ভারতীয় দলের হয়ে খেলবেন না কানপুরে, তাঁদেরকেই স্রেফ পাওয়া যাবে। রুতুরাজের দলের সহ অধিনায়ক বাংলার হয়ে খেলা অভিমন্যু ঈশ্বরণ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports