শনিবার আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে তৃতীয়বার তাঁরা আইসিসির টি২০ বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছে। ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছিলেন রোহিত শর্মারা। সেবার অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৪ সালে ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়ে টি২০ বিশ্বকাপ জেতা হয়ে ওঠেনি টিম ইন্ডিয়ার। এরপর দশ বছরের ব্যবধানে ফের বিশ্বকাপের ফাইনালে ভারত, অধিনায়ক রোহিত শর্মা। দলকে বিশ্বকাপ জেতাতে পারলে একই দিন বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলতে পারবেন ভারত অধিনায়ক। ইতিমধ্যেই ভারতীয় ব্যাটারদের মধ্যে সব দিক থেকেই এবারের বিশ্বকাপে এগিয়ে রয়েছেন হিটম্যান। দেশকে বিশ্বকাপ দেওয়ার দিনে মাইলস্টোনের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুম্বইকর এই ব্যাটার।
আরও পড়ুন-দঃ আফ্রিকা বিশ্বকাপ জিতবে, ভবিষ্যদ্বাণী করায় ট্রোল! জবাব দিল আইসল্যান্ড ক্রিকেট
এখনও পর্যন্ত এবারের টি২০ বিশ্বকাপে রোহিত শর্মা করেছেন ২৪৮ রান। ব্যাক টু ব্যাক ম্যাচে অর্ধশতরান করেছেন, তাও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিরুদ্ধে। ফলে আর একটা ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারলেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেলতে পারবেন তিনি। এখনও পর্যন্ত ৬১টি ম্যাচে দলের অধিনায়কত্ব করেছেন রোহিত শর্মা। ২০২১ সাল থেকে দলের নেতৃত্ব নিয়ে জিতেছেন ৪৯টি ম্যাচ। ফলে প্রথম অধিনায়ক হিসেবে টি২০ ফরম্যাটে ৫০টি ম্যাচ জয়ের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন হিটম্যান।
আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালের আগে কপিল দেবের সঙ্গে রোহিত শর্মার মিল খুঁজে পেলেন শ্রীকান্ত
২০০৭ সালে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রোহিত শর্মা। তার পরের বছর বিরাট কোহলি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে লাইমলাইটে আসেন। প্রথম টি২০ বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত টানা খেলে আসছেন হিটম্যান। তৃতীয়বার ফাইনালে উঠে যদি নিজের দ্বিতীয় টি২০ বিশ্বকাপ তিনি জিততে পারেন, তাহলে ভারতীয়দের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি টি২০ বিশ্বকাপ জয়ের নজির গড়বেন। কারণ সেই সময়ের দলের আর কোনও ক্রিকেটারই ভারতীয় দলে নেই।
২০০৭ সালে টি২০ বিশ্বকাপ ভারতীয় দল জিতলেও সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে গেছিল ভারত গ্রুপ স্টেজের ম্যাচে। ফলে অলউইন রেকর্ড ধরে রাখতে পারেনি টিম ইন্ডিয়া। কিন্তু এবার যদি হিটম্যান ফাইনালে দলকে জেতাতে পারেন তাহলে টি২০ বিশ্বকাপে অপরাজিতভাবেই চ্যাম্পিয়ন হবে ভারত, অধিনায়ক হিসেবে সেই কৃতিত্বের অংশীদার হবেন হিটম্যান।
আরও পড়ুন-বিরাটকে বড় ম্যাচের প্লেয়ার বলেও অধিনায়কত্বে রোহিতকে এগিয়ে রাখলেন নাসির হুসেন!
বিশ্বকাপের ফাইনালে এসে কোনও ক্রিকেটারই ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেন না। রোহিত শর্মার সামনে যে তিন মাইলস্টোন রয়েছে, সবই তিনি ছুঁতে পারবেন দল জিতলে। এখন দেখার হিটম্যান নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপের ম্যাচে দেশকে ট্রফি জিতিয়ে মাঠ ছাড়তে পারেন কিনা।