বাংলা নিউজ > ক্রিকেট > Riyan Parag 'insults' Bengal players: ‘আমার লেভেলে পড়ে না’, বাংলার প্লেয়ারদের ‘অপমান’ রিয়ানের, শুরু বিতর্ক- ভিডিয়ো
পরবর্তী খবর
Riyan Parag 'insults' Bengal players: ‘আমার লেভেলে পড়ে না’, বাংলার প্লেয়ারদের ‘অপমান’ রিয়ানের, শুরু বিতর্ক- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 01 Nov 2023, 02:41 PM ISTAyan Das
বিতর্কে জড়িয়ে পড়লেন অসমের ক্রিকেটার রিয়ান পরাগ। তিনি বাংলার ক্রিকেটারদের অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও একাংশের দাবি, অশোক মালহোত্রার একটি মন্তব্যের প্রেক্ষিতে সেই অঙ্গভঙ্গি করেছেন রিয়ান।
রিয়ান পরাগ। (ছবি সৌজন্যে, এক্স ভিডিয়ো)
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। কিন্তু সেইসব ছাপিয়ে বিতর্কের মুখে পড়লেন অসম তথা রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রিয়ান পরাগ। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিয়োয় নাকি শারীরিক অঙ্গভঙ্গি করে রিয়ান বোঝাতে চেয়েছেন, বাংলার ‘খেলোয়াড়রা আমার পর্যায়ে পড়ে না, আমি ওদের থেকে কয়েক ধাপ উপরে আছি।’ যে ভিডিয়ো নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যদিও একটি মহলের দাবি, অসমের প্রাক্তন ক্রিকেটারদের ‘সেকেন্ড ক্লাস’ বলেছিলেন ধারাভাষ্যকার। সেই মন্তব্যের পালটা দিয়েছেন রিয়ান।
মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার বিরুদ্ধে ম্যাচ ছিল অসমের। সেই ম্যাচে বাংলাকে হারিয়ে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে উঠেছে রিয়ানের দল। ৩১ বলে অপরাজিত ৫০ রান করেন রিয়ান। দুটি চার এবং চারটি ছক্কা মারেন। স্ট্রাইক রেট ছিল ১৬১.২৯। যিনি এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা সাতটি ম্যাচে অর্ধশতরান করেছেন। কিন্তু সেইসব ছাপিয়ে যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রিয়ানের অঙ্গভঙ্গি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের বাইরের দিকে তাকিয়ে নিজের বাঁ-হাতে ব্যাট ধরে ডান-হাত ঘোরাচ্ছেন রিয়ান। তারপর নিজের বুকে হাত ঠেকিয়ে হাত মুঠো করে কিছু একটা দেখাচ্ছেন। যা দেখে নেটিজেনদের একাংশের ধারণা, রিয়ান বলতে চেয়েছেন যে ‘(এই) খেলোয়াড়রা আমার পর্যায়ে পড়ে না, আমি ওদের থেকে কয়েক ধাপ উপরে আছি।’
আর সেই 'ঔদ্ধত্যের' জন্য সোশ্যাল মিডিয়ায় স্বভাবতই বিতর্কের মুখে পড়েছেন রিয়ান। তিনি যেরকম মাঠে আচরণ করেছেন, তা অনেকেই ভালোভাবে নেননি। এক নেটিজেন বলেন, 'ওর এত হাবভাব কীসের।' একইসুরে অপর একজন বলেন, 'আইপিএল আসতে আসতে ফের ফর্ম হারিয়ে ফেলবে ও।' অপর এক নেটিজেন আবার পরামর্শ দেন, ‘মাটিতে পা রেখে চলুন রিয়ান পরাগ। অতিরিক্ত আত্মবিশ্বাসে কেরিয়ার শেষ হয়ে যাবে।’
তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় এক ধারাভাষ্যকারকে বলতে শোনা গিয়েছে, 'অসমের যে বিষয়টা আমার ভালো লাগছে.......................কারণ আমরা অসমের বিরুদ্ধে একাধিক ম্যাচ খেলেছি। আমি সবসময় বলেছি যে ওরা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো (দ্বিতীয় শ্রেণির নাগরিকদের)। ওদের সহজে হারিয়ে দিত বাংলা। রোহন (রোহন গাভাসকর সম্ভবত) যেমন বলছে, এখন ওরা বাংলার সঙ্গে পাল্লা দিচ্ছে। আর আজ বাংলার খেলোয়াড়দের সঙ্গে অসমের খেলোয়াড়রা টক্কর দিচ্ছে।'
নেটিজেনদের একাংশের বক্তব্য, যিনি ওই মন্তব্য করেছেন, তিনি আদতে বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা। আর তাঁর মন্তব্যের প্রেক্ষিতেই রিয়ান সেই অঙ্গভঙ্গি করেছেন রিয়ান। তাই রিয়ান কোনও ভুল কাজ করেননি বলে দাবি করেছেন নেটিজেনদের একাংশ। যদিও পালটা অপর একটি অংশের বক্তব্য, ধারাভাষ্যকার কী বলছেন, সেটা ব্যাটিংয়ের সময় কীভাবে শুনতে পেলেন রিয়ান?