বাংলা নিউজ > ক্রিকেট > 2011 WC-এর সময়েই ক্যান্সারে আক্রান্ত ছিলেন,রক্ত বমি করতে করতেই ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন, জন্মদিনে ফিরে দেখা যুবির লড়াই
পরবর্তী খবর
2011 WC-এর সময়েই ক্যান্সারে আক্রান্ত ছিলেন,রক্ত বমি করতে করতেই ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন, জন্মদিনে ফিরে দেখা যুবির লড়াই
2 মিনিটে পড়ুন Updated: 12 Dec 2023, 12:52 PM ISTTania Roy
অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যুবরাজের মুখ থেকে গলগল করে রক্ত পড়ছিল। যুবরাজ যে ক্যান্সারে আক্রান্ত, সেই সময়ে সেটাও কেউ জানতে পারেননি। মুখ থেকে রক্ত পড়া সত্ত্বেও, যুবি সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৬৫ বলে ৫৭ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। এছাড়াও ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন।
হ্যাপি বার্থডে যুবরাজ সিং।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং মঙ্গলবার (১২ ডিসেম্বর) ৪২ বছরে পা দিয়েছেন। সিক্সার কিং নামে পরিচিত যুবরাজ ভারতীয় দলকে অনেক ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং ২০১১ ওডিআই বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতেও যুবরাজ সিং-এর উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছিলেন। দু'টি বিশ্বকাপেই তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে যুবরাজ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। আর ২০১১ বিশ্বকাপে যুবি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
ভারতের হয়ে দু'টি বিশ্বকাপ শিরোপা জিতেছেন যুবরাজ সিং
২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং ৩৬২ রান করেছিলেন। এবং ১৫টি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন। কিন্তু এই বিশ্বকাপ ছিল যুবির জন্য খুবই বেদনাদায়ক। দলকে অবশ্যই চ্যাম্পিয়ন করেছেন, কিন্তু তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। রক্ত বমি করতে করতে ব্যাট করতে হয়েছিল তাঁকে। তবে তিনি মাঠে অটল ছিলেন এবং ছক্কা ও চার মেরে ভারতকে শিরোপা জিতিয়েছেন।
প্রসঙ্গত, যুবরাজ সিং ২০১১ বিশ্বকাপের সময়েই ক্যান্সারে ভুগছিলেন। কিন্তু তিনি তাঁর অসুস্থতা লুকিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। সেই বিশ্বকাপে একদিকে যুবরাজ মাঠে বোলারদের ধুয়ে দিচ্ছিলেন, অন্যদিকে রক্ত বমি করছিলেন।
মুখ থেকে রক্ত পড়া সত্ত্বেও খেলেছেন ম্যাচ জয়ী ইনিংস
অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে যুবরাজের মুখ থেকে গলগল করে রক্ত পড়ছিল। যুবরাজ যে ক্যান্সারে আক্রান্ত, সেই সময়ে সেটাও কেউ জানতে পারেননি। মুখ থেকে রক্ত পড়া সত্ত্বেও যুবি সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৬৫ বলে ৫৭ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। এছাড়াও ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন। এই কারণে ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন যুবি। এই ম্যাচটি ভারত ৫ উইকেটে জিতে নিয়েছিল।
ক্যান্সারের চিকিৎসার জন্য বোস্টনে যেতে হয়েছিল যুবিকে। এক বছরেরও বেশি সময় ধরে চলা ক্যান্সারের যুদ্ধে অবশেষে জয়ী হন যুবরাজ। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন, যুবরাজ হয়তো আর কখনও-ই ক্রিকেট মাঠে ফিরতে পারবেন না। কিন্তু যুবি হাল ছাড়েননি এবং ক্যান্সারকে পরাজিত করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। এর পর ২০১৯ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান যুবি।
যুবরাজ সিংয়ের আন্তর্জাতিক রেকর্ড
যুবরাজ সিং ৩০৪টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। সেখানে তিনি ৮৭০১ রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর নামে মোট ১৪টি সেঞ্চুরি এবং ৫২টি হাফ সেঞ্চুরি রয়েছে। যুবরাজ ৪০টি টেস্ট ম্যাচে মোট ১৯০০ রান করেছেন, যার মধ্যে ৩টি সেঞ্চুরি এবং ১১টি হাফসেঞ্চুরি রয়েছে।
একই সময়ে, ৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে যুবরাজের ব্যাট থেকে ১১৭৭ রান এসেছে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবি স্টুয়ার্ট ব্রডকে টানা ছয়টি ছক্কা মেরেছিলেন, যা এখনও ভক্তদের মনে রয়ে গিয়েছে। বাঁ-হাতি স্পিনার যুবরাজ টেস্টে ৯ উইকেট, ওয়ানডেতে ১১১টি এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট নিয়েছিলেন।