পাকিস্তান ক্রিকেটার জন্য সময়টা যেন একেবারেই ভালো যাচ্ছে না। সম্প্রতি বাংলাদেশের কাছে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছে পাকিস্তানকে। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররাও। এবার এনিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতের অলরাউন্ডার ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের মতে নিজেদের ঘরের মাঠে বিগত ১০০০ দিন যাবৎ কোনও টেস্ট ম্যাচ না জিততে পারাটা পাকিস্তানের পক্ষে খুবই হতাশজনক। উল্লেখ্য,আগস্ট-সেপ্টেম্বর মাসে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ম্যাচ খেলে ছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচে ১০ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচেও ৬ উইকেটে জয়লাভ করে তারা। তবে সবচেয়ে বেশি আকর্ষক হয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। যেখানে ২৬ রানে ৬ উইকেট হারানোর পরেও জয়লাভ করতে সক্ষম হয় বাংলাদেশ। এরফলে প্রথমবার ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে হোয়াটওয়াশের সম্মুখীন হতে হয় পাকিস্তানকে।
পাকিস্তান ঘরের মাঠে শেষ ১০টি ম্যাচের কোনওটায় জয়লাভ করতে পারেনি। শেষ ১০টি ম্যাচের মধ্যে ৬টিতে হেরেছে এবং ৪টি ড্র করেছে। শেষ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ম্যাচে জয় লাভ করেছিল পাকিস্তান। এই লাগাতার ব্যর্থতার জেরে পাকিস্তান আইসিসি টেস্ট টিমের ক্রমতালিকায় ৮ নম্বর স্থানে নেমে এসেছে। ভারতীয় অলরাউন্ডার অশ্বিন এই বিষয়ে বলেন, ‘বাংলাদেশের জয় সত্যিই অসাধারণ কিন্তু অন্যদিকে হতাশজনক পাকিস্তানের হার। তাদের হারানো মোটেই সহজ নয়। তবে বিগত ১০০০ দিন ধরে ঘরের মাঠে পাকিস্তান একটি ম্যাচ জিততে পারেনি। পাকিস্তানি ক্রিকেট ভক্তরা আবেগপ্রবণ।’
ভারতীয় অলরাউন্ডার তাঁর বার্তায় পাকিস্তান ক্রিকেটের স্বর্ণযুগের ইতিহাসও তুলে ধরেন। তিনি বলেন, ‘এই সব কিছুকে একপাশে রেখে, পাকিস্তান ক্রিকেট এখন কোথায় আছে তা দেখতে হবে। ১০ বছর আগেও তাদের হারানো কঠিন ছিল। যখন মিসবাহ, ইউনিস খান নিয়মিত দলের সদস্য ছিলেন। তাদের কাছে ইয়াসির শাহের মতো খেলোয়াড় ছিল, দু’জন বাঁ-হাতি স্পিনার আবদুর রহমান এবং জুলফিকার বাবর ছিল। এখন পাকিস্তান দল কোথায় আছে, আমি বিশ্বাস করতে পারছি না!’ একই সঙ্গে পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেন শান মাসুদের জন্য দুঃখ প্রকাশ করেছে অশ্বিন। তিনি বলেন, ‘শান মাসুদের মতো একজনের জন্য আমার খুব খারাপ লাগছে। সে একজন খুবই স্মার্ট ক্রিকেটার। আমি তাঁকে চিনি। তিনি পাকিস্তানের জন্য সত্যিই একজন ভালো অধিনায়ক হতে পারেন। কিন্তু এই মুহুর্তে পাকিস্তান দল পরিচালনা করা সহজ নয়, যেখানে তুমি বাবর আজমের মতো পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয়ের জায়গায় দায়িত্ব গ্রহণ করো।’