জোমেল ওয়ারিকানের দুরন্ত স্পিন বোলিংয়ের সৌজন্যে তিন দশকের বেশি সময় পর প্রথমবার পাকিস্তানে গিয়ে টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়ার পর মুলতানের মাঠে যেন বিপ্লব ঘটিয়ে দিয়েছেন উইন্ডিজ বোলাররা। যে স্পিন অস্ত্রে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ফাঁদ পেতেছিল পাকিস্তান, সেই অস্ত্রেই ঘায়েল হয়ে গেছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা।
সিরিজ ড্র করল ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৬৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিল ২৪৪ রান। সেখানে পাকিস্তান দল প্রথম ইনিংসে লিড নিতে পারেনি, করেছিল ১৫৬ রান। আর দ্বিতীয় ইনিংসে জোমেল ওয়ারিকানদের বিষাক্ত স্পিনের সামনে ধরাশায়ী অবস্থা হয় আয়োজকদের। তাঁরা ১৩৩ রানে অলআউট হয়ে যান, উইন্ডিজ ম্যাচ জিতে নেয় ১২০ রানে।
স্পিন অস্ত্রেই ঘায়েল পাকিস্তান
উইন্ডিজের ঐতিহাসিক জয়ের ম্যাচে ৯ উইকেট নিয়েছেন ওয়ারিকান। গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়াররাও ভালোই বোলিং করেছেন। ক্রেগ ব্র্যাথওয়েটরা সিরিজে সমতা ফিরিয়ে ড্র করার পর থেকেই অনেকে তাঁদের সঙ্গে তুলনা টানছেন ব্রায়াল লারা, কার্ল হুপারদের সময়ের। কারণ সেই সময় তো তাঁরাও পাকিস্তানে গিয়ে আক্রম, ইনজিদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি। তাহলে কি এই ক্যারিবিয়ান ক্রিকেটারদের কৃতিত্ব বেশি? এরই উত্তর দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
লারাদের থেকে এগিয়ে হোল্ডার, প্রশ্ন নেটিজেনের-
এক্স হ্যান্ডেলে এক ইউজার একটি পরিসংখ্যান শেয়ার করেছিলেন। যেখানে দেখা যাচ্ছিল ব্রায়ান লারা, কার্ল হুপার, রামনরেশ সারওয়ান, শিবানারাইন চন্দ্রপাল, ডোয়েন ব্র্যাভো, ড্যারেন স্যামিরা ৮৫টি অ্যাওয়ে টেস্ট খেলে জিতেছে মাত্র ৯টি ম্যাচে। সেখানে জ্যাসন হোল্ডার, ক্রেগ ব্র্যাথওয়েটদের উইন্ডিজ মাত্র ৪২ ম্যাচ খেলেই ১০টি ম্যাচে জিতেছে। এই পরিসংখ্যান দেখেই পাল্টা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
সেকাল-একালের পার্থক্য রয়েছে টেস্টে-
এই পরিসংখ্যান দেশে প্রাক্তনীদের পাশে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বুঝিয়ে দিয়েছেন তখনকার সময়ের ক্রিকেটের সঙ্গে বর্তমান ক্রিকেটের পার্থক্য রয়েছে। কারণ ৯০র দশ বা ২০০০ সালের শুরুর দিকে অ্যাওয়ে টেস্ট ম্যাচ ড্র করা মানেও বড় কৃতিত্ব হিসেবে দেখা হত। কিন্তু সাম্প্রতিক সময় WTC আসার পর থেকে সব দেশই প্রায় এমন পিচ তৈরি করছে যাতে খেলার ফয়শলা হবেই। অর্থাৎ আগের মতো ব্যাটিং পিচ বা স্পোর্টিং পিচ অনেকেই এখন না করে, স্লো টার্নার বা গ্রিন টপ উইকেট করছে।
প্রাক্তনীদের পাশে অশ্বিন-
সেই ইউজারের এক্স হ্যান্ডেলে পোস্ট দেখে টেস্টে ৫৩৭ উইকেটের মালিক রবিচন্দ্রন অশ্বিন বলছেন, ‘পরিসংখ্যানটা ভালো কিন্তু আগের থেকে এখন টেস্ট ম্যাচ জেতার দরকার অনেকটা বেড়ে গেছে। আজ থেকে ১৫ বছর আগে টেস্ট ড্র মানেও সেটাকে ভালো ফল হিসেবে মনে করা হত ’।