শুভমন গিল, অভিষেক শর্মার মতোই অর্জুন তেন্ডুলকরকে সফল করতে সচিন তেন্ডুলকরকে বিশেষ পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। আবারও এক চাঞ্চল্যকর মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন যুবরাজ সিংয়ের বাবা। তিনি বলেছেন অর্জুন তেন্ডুলকরকে টিম ইন্ডিয়ার ক্রিস গেইল করতে পারেন যুবরাজ সিং।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তার বিস্ফোরক মন্তব্যের জন্য পরিচিত, আর এবার তিনি অর্জুন তেন্ডুলকরকে নিয়ে একটি বড় দাবি করে বসেছেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন প্রায় দুই বছর আগে মুম্বই থেকে গোয়ার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেকের সময় যোগরাজ সিংয়ের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন।
সে সময় সচিন নিজেই যোগরাজের ছেলে যুবরাজের কাছে অনুরোধ করেছিলেন যেন অর্জুনকে প্রশিক্ষণ দেন। এর ফলস্বরূপ রঞ্জি অভিষেকে অর্জুন একটি শতরান করেছিলেন। যদিও এই গাঁটছড়া বেশিদিন স্থায়ী হয়নি, যোগরাজের বিশ্বাস, এখন যদি যুবরাজের তত্ত্বাবধানে অর্জুনকে রাখা হয়, তাহলে সে অনেক সাফল্য পেতে পারেন।
যুবরাজ সিং হয়তো এখন খুব বেশি খবরে নেই, কিন্তু শুভমন গিল ও বর্তমানে অভিষেক শর্মার উত্থানে তার অবদান সুপ্রতিষ্ঠিত। দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা যদি অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন, তাহলে অর্জুন আন্তর্জাতিক ক্রিকেটের পরবর্তী ক্রিস গেইল হয়ে উঠতে পারেন বলে আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করেন যোগরাজ সিং।
আরও পড়ুন … ভিডিয়ো: অভিনব মানোহরকে বল দিয়ে মেরে মাটিতে ফেলে দিলেন বুমরাহ! কী হল তারপর? সমালোচনার মুখে জসপ্রীত
যোগরাজ সিং CricketNext-কে বলেন, ‘আমি বলেছিলাম, অর্জুনের বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। তবে যদি যুবরাজ, যিনি সচিনের খুব কাছের, সে যদি অর্জুনকে মাত্র তিন মাস নিজের তত্ত্বাবধানে রাখেন, তাহলে আমি বাজি ধরে বলতে পারি সে পরবর্তী ক্রিস গেইল হয়ে উঠবে। অনেক সময় দেখা যায়, কোনও ফাস্ট বোলার যদি স্ট্রেস ফ্র্যাকচারে ভোগে, তাহলে সে আর আগের মতো বোলিং করতে পারে না। আমার মনে হয়, এখনই সময় অর্জুনকে যুবরাজের হাতে তুলে দেওয়ার।’
আরও পড়ুন … জানেন কার জন্য SRH-এর বিরুদ্ধে ম্য়াচ জিততে চেয়েছিলেন সূর্যকুমার যাদব?
অর্জুন তেন্ডুলকরের সাম্প্রতিক অবস্থা কী?
অর্জুন সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন গত ডিসেম্বর মাসে, বিজয় হাজারে ট্রফিতে গোয়ার হয়ে। তার আগে নভেম্বরে রঞ্জি ট্রফিতে তিনি অরুণাচলের বিরুদ্ধে ৫/২৫ উইকেট নিয়ে নিজের প্রথম ফার্স্ট ক্লাস পাঁচ উইকেটের কৃতিত্ব অর্জন করেন। এর আগেই তিনি সিকিমের বিরুদ্ধে ৪/৮১ ফিগার তুলেছিলেন।
আরও পড়ুন … আম্পায়ারও তো পয়সা নিচ্ছেন, যার কাজ তাকেই করতে দাও… ইশানকে সেহওয়াগের কড়া বার্তা
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুন মোট ছয়টি ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে তিনি চারটি ম্যাচে তিনটি উইকেট নেন, কিন্তু ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের ছিটকে যাওয়ার পর, নিকোলাস পুরানের বিরুদ্ধে দুটি ফুল-টস বল করেন এবং দুটিকেই ছক্কা হজম করেন। এরপর চোটের কারণে ওভার শেষ না করেই মাঠ ছেড়ে চলে যান। এই স্ট্রেস ফ্র্যাকচারই অর্জুনের কেরিয়ারে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে।