গ্রুপ লিগ থেকে ফাইনাল পর্যন্ত আগাগোড়া দাপুটে ক্রিকেট খেলে এবছর রঞ্জি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। ফাইনালে কেরলকে প্রথম ইনিংসের লিডের নিরিখে পরাজিত করেন করুণ নায়াররা। সেই সুবাদে তৃতীয়বারের মতো রঞ্জি খেতাব হাতে তোলে বিদর্ভ।
বিদর্ভ এই নিয়ে চারবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলে। তিনবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া তারা একবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকে। বিদর্ভ এর আগে শেষবার রঞ্জি ফাইনাল খেলে গত মরশুমে। তবে গতবার ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে যায় তারা। সুতরাং, গতবারের চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ এবার মিটিয়ে নেন করুণ নায়াররা। বিদর্ভ এর আগে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মরশুমে পরপর ২ বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়।
উল্লেখযোগ্য বিষয় হল, আগের দু'বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে বিদর্ভ সাকুল্যে যা আর্থিক পুরস্কার পায় বিসিসিআইয়ের কাছ থেকে, এবার খেতাব জিতে তার থেকেও বেশি টাকা পকেটে পোরে তারা। অর্থাৎ, আগের দু'বারের মিলিত প্রাইজ মানির থেকে এবারের পুরস্কার মূল্য বেশি।
রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পুরস্কার পেল বিদর্ভ
এবছর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে বিদর্ভ পুরস্কার পায় ৫ কোটি টাকা। আগে রঞ্জি চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হতো ২ কোটি টাকা। তবে ২০২৩ সাল থেকে ছবিটা বদলায়। তৎকালীন বিসিসিআই সচিব জয় শাহ ঘরোয়া ক্রিকেটে পুরস্কার মূল্য বাড়ানোর কথা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
অর্থাৎ, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মরশুমে দু'বার রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে বিদর্ভ পায় (২+২) মোট ৪ কোটি টাকা। এবার ফাইনালে কেরলকে টেক্কা দিয়ে রঞ্জি ট্রফি হাতে তোলার পরে বিদর্ভ পুরস্কার পায় ৫ কোটি টাকা অর্থাৎ গত দু'বারের মিলিত পুরস্কার মূল্যের থেকেও ১ কোটি টাকা বেশি।
রঞ্জি ট্রফিতে রানার্স হয়ে কত টাকা পুরস্কার পেল কেরল
কেরল এই প্রথমবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলে। যদিও এবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবার রঞ্জি ট্রফিতে রানার্স হওয়ার জন্য কেরল পুরস্কার পাচ্ছে ৩ কোটি টাকা। অর্থাৎ, গতবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে বিদর্ভ যত টাকা (২ কোটি) পেয়েছিল, এবার রানার্স হয়েই কেরল পাচ্ছে তার থেকে ১ কোটি টাকা বেশি। আগে রঞ্জির রানার্স দলকে দেওয়া হতো ১ কোটি টাকা পুরস্কার। ২০২৩ থেকে পুরস্কার মূল্য বাড়িয়ে দেয় বিসিসিআই।
আরও পড়ুন:- চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ৩০০তম ওয়ান ডে খেলেন ৫ ভারতীয়, কোহলির আগের ৪ জন কারা?
রঞ্জির সেমিফাইনালে হেরে যাওয়া দু'দল কত টাকা করে পুরস্কার পায়
এবছর রঞ্জি ট্রফির প্রথম সেমিফাইনালে কেরলের কাছে পর্যুদস্ত হয় গুজরাট এবং দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই হেরে যায় বিদর্ভের কাছে। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল গুজরাট ও মুম্বই পুরস্কার হিসেবে পাচ্ছে ১ কোটি টাকা করে। আগে রঞ্জির সেমিফাইনালে হেরে যাওয়া দু'দলকে দেওয়া হতো ৫০ লক্ষ টাকা করে।
উল্লেখ্য, এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেরে যাওয়া দু'দলকে আইসিসি পুরস্কার দেবে প্রায় ৫ কোটি টাকা করে। অর্থাৎ, রঞ্জি চ্যাম্পিয়ন দল পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্টদের প্রায় সমান অর্থ।