Uttar Pradesh vs Kerala Ranji Trophy 2024: ধ্রব জুরেলকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশকে বড় রানের পথে টেনে নিয়ে চলেছেন রিঙ্কু সিং।
হাফ-সেঞ্চুরি করে লড়াই জারি রিঙ্কু সিংয়ের। - ফাইল ছবি।
ঘরোয়া ক্রিকেট হোক অথবা আন্তর্জাতিক, রান করায় বিরাম নেই রিঙ্কু সিংয়ের। মুস্তাক আলি থেকে বিজয় হাজারে, রঞ্জি ট্রফি হোক বা দলীপ ট্রফি, বিসিসিআইয়ের ডোমেস্টিক ক্রিকেটে ব্যাট হাতে বরাবর ধারাবাহিক রিঙ্কু। আইপিএলে নিজের জাত চিনিয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর পরেও সেই ধারাবাহিকতা বজায় রাখেন কেকেআরের তারকা ক্রিকেটার।
সর্বোচ্চ মঞ্চে সাফল্যের স্বাদ পেলে ঘরোয়া ক্রিকেটে রান করার ক্ষিদে মরে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। তবে রিঙ্কু সিং যে অন্য ধাতুতে গড়া, সেটা বোঝা গেল নতুন রঞ্জি মরশুমের প্রথম ম্যাচেই। সনাতন ধর্ম কলেজ গ্রাউন্ডে কেরলের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন উত্তরপ্রদেশের মিডল অর্ডার ব্যাটার।
কেরলের বিরুদ্ধে এলিট-বি গ্রুপের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে উত্তরপ্রদেশ। মন্দ আবহাওয়ায় দেরিতে শুরু হওয়া ম্যাচে উত্তরপ্রদেশকে শক্ত ভিতে বসিয়ে দিতে ব্যর্থ হন দুই ওপেনার সামর্থ সিং ও আরিয়ান জুয়েল। সামর্থ ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১০ রান করে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন আরিয়ান ৩টি বাউন্ডারির সাহায্য়ে ৫৭ বলে ২৮ রান করে আউট হন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন প্রিয়ম গর্গ। তিনি ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৪৪ রান করে মাঠ ছাড়েন। চার নম্বরে ব্যাট করতে নেমে আকাশদীপ নাথ মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ২৩ বলের ইনিংসে তিনি ১টি চার মারেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সমীর রিজভি করেন ২৬ রান। ১৮ বলের সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংসে তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন।
ছয় নম্বরে ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। মন্দ আলোয় নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় উত্তরপ্রদেশ তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তোলে। তারা ব্যাট করে সাকুল্যে ৬৪ ওভার।