এবাররে আইপিএলে IPL 2025 সানরাইজার্স হায়দরাবাদের অবস্থা ভালো নয়। তাঁরা পয়েন্ট তালিকায় একেবারের নিচের দিকেই রয়েছে। চেন্নাই সুপার কিংসের স্থান সবার শেষে আর হায়দরাবাদের স্থান হয়েছে ১ ধাপ ওপরে ৯ নম্বরে। যদিও দক্ষিণ ভারতের দলগুলোর মধ্যে বেঙ্গালুরুর অবস্থা অনেকটাই ভালো।
আইপিএলে বিরাট কোহলির দল এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় প্রথম তিনের মধ্যই রয়েছে। গতকাল রাজস্থান রয়্যালসকে হারিয়ে আরসিবি ঢুকে পড়েছে পয়েন্ট তালিকায় প্রথম তিনের মধ্যে। প্লে অফ নিশ্চিত করার বিষয়ও একধাপ এগিয়েই রয়েছে রজত পতিদার, বিরাট কোহলি, টিম ডেভিডদের ফ্র্যাঞ্চাইজি।
দল বদলে ফেললেন সিন্ধুও
আর এই আবহেই এবার দলবদলুর তকমা গায়ে লেগে লেগ পিভি সিন্ধুর। ভারতীর অলিম্পিক্স পদকজয়ী এই শাটলার বরাবরাই সানরাইজার্স হায়দরাবাদের সমর্থক, তেমনটাই এতদিন জানতে সকলে। তিনি নিজেও হায়দরাবাদেরই মেয়ে। কিন্তু সম্প্রতি তাঁর এক ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যা দেখেই অনেকে বলছেন সিন্ধু নাকি দল বদলে ফেলেছেন টানা হারের জেরে।
পিভি সিন্ধুর RCB প্রেম
পিভি সিন্ধুর এক ছবি এবং পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে রিও এবং টোকিও অলিম্পিক্সের পদকজয়ী এই শাটলারের হাতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফ্ল্যাগ। সঙ্গে তিনি ক্যাপশনও লিখেছেন, ‘ব্রেন সেজ অরেঞ্জ আর্মি, বাট দ্য হার্ট সেজ নিউ সিটি নিউ টিম, এ সালা কাপ নামদে ’। অবশ্য দেখার মতো বিষয় হল, সিন্ধুর আগমনে বেঙ্গালুরুর মাটিতে আরসিবি এবারে প্রথম জয় পেলেও তাঁরা ১৮ বছর ধরে আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই সিন্ধুর এই শহরে আগমনে তাঁদের ট্রফি ভাগ্য খোলে কিনা।
নিজেকে লাকি চার্ম দাবি করলেন সিন্ধু
একধাপ এগিয়ে সেই পোস্টে পিভি সিন্ধু তো নিজেকে বেঙ্গালুরুর লাকি চার্ম বা লাকি গার্ল হিসেবেও দাবি করে বসেছেন। কারণ তিনি খেলা দেখতে গিয়ে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির দলকে চিয়ার আর করছিলেন। আর কাকতালীয়ভাবে এই ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএলের প্রথম হোম ম্যাচে জয়ের দেখা পায় রজত পতিজদারের দল।
প্রসঙ্গত নিজের ব্যস্ত ক্রীড়াসূচির মধ্যেই ফাঁক বের করে সিন্ধু চলে গেছিলেন বেঙ্গালুরুর খেলা দেখতে। গতবার প্যারিস অলিম্পিক্সে দ্রুত বিদায় নেওয়ার পর থেকেই সিন্ধু বাড়তি ফোকাস করছেন লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ফিরে আসার জন্য। গত বছরের শেষেই সিন্ধু বিয়ে করে ফেলেছেন, আপাতত তিনি অধিকাংশ বিদেশ সফরেই যাচ্ছেন ট্রেনিং এবং ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করতে। এর ফাঁকেই সময় বের করে আরসিবির লাকি গার্ল হিসেবে প্রিয় দলকে জেতালেন সিন্ধু।