প্রতিপক্ষের বড় রান তাড়া করতে নেমে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর আজম। ওপেনিং জুটিতে প্রায় ১০০ রান তুলে ফেলে তাঁর দল। তা সত্ত্বেও হার দিয়ে পাকিস্তান সুপার লিগ অভিযান শুরু করতে হয় পেশোয়ার জালমিকে। পিএসএলের দ্বিতীয় ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নেয় কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে পেশোয়ার দলনায়ক বাবর আজম শুরুতে ব্যাট করতে পাঠান কোয়েট্টাকে। দুই ওপেনার জেসন রয় ও সউদ শাকিলের জোড়া হাফ-সেঞ্চুরিতে ভর করে কোয়েট্টা অনয়াসে ২০০ রানের গণ্ডি টপকে যায়। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৬ রান তোলে।
জেসন ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শাকিল ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে টপকে যান অর্ধশতরানের গণ্ডি। জেসন শেষমেশ ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৫ রান করে আউট হন। শাকিল ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৪ রান করে মাঠ ছাড়েন। কোয়েট্টা ওপেনিং জুটিতে সংগ্রহ করে ১৫৭ রান।
তিন নম্বরে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন রিলি রসউ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৪ রান করে আউট হন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২০ রান করেন শেরফান রাদারফোর্ড। মহম্মদ ওয়াসিম ২ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন। পেশোয়ারের সলমন ইর্শাদ ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন লিউক উড ও মহম্মদ জীশান।
পালটা ব্যাট করতে নেমে জয়ের খুব কাছে গিয়েও থেমে যেতে হয় পেশোয়ার জালমিকে। তারা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯০ রানে আটকে যায়। ১৬ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় বাবর আজমদের।
ওপেন করতে নেমে বাবর ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৮ রান করে আউট হন। বাবর এই ম্যাচেই পাকিস্তান সুপার লিগের ইতিহাসে অনবদ্য এক রেকর্ড গড়েন। প্রথম ব্যাটার হিসেবে পিএসএলে ৩০০০ রান পূর্ণ করেন তিনি। এই ম্যাচের পরে টুর্নামেন্টের ইতিহাসে বাবরের সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৩০০৩ রান।
Ravindra Jadeja: ঘরের মাঠে টেস্টে সব থেকে বেশি ৫ উইকেট, কপিলকে ছুঁলেন জাদেজা
পেশোয়ারের অপর ওপেনার সইম আয়ুব এদিন ৪২ রান করে দুর্ভাগ্যজনক রান-আউট হন। ২৬ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। পেশোয়ার ওপেনিং জুটিতে ৯১ রান তোলে। যদিও শেষমেশ জয়ের হদিশ পায়নি তারা।
টম কোহলার ক্যাডমোর ১৮, মহম্মদ হ্যারিস ৭, রোভম্যান পাওয়েল ১৭ ও ড্যান মাউলসি ১১ রান করেন। কোয়েট্টার আবরার আহমেদ ২৯ রানে ২টি উইকেট নেন। মহম্মদ আমির, আকিল হোসেন ও মহম্মদ ওয়াসিম ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন সউদ শাকিল।