দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে পরপর দু'বছর পয়েন্ট তালিকার একেবারে শেষে থেকে অভিযান শেষ করতে হয় এমআই ফ্র্যাঞ্চাইজিকে। তবে আমিরশাহির টি-২০ লিগে গতবারের পারফর্ম্যান্সকে আরও একটু নতুন উচ্চতায় তুলে নিয়ে গেল এমআই। বরং বলা ভালো যে, এসএ-২০'তে এমআই কেপ টাউন লাস্টবয় হলেও আইএল টি-২০'র খেতাব জয়ের দৌড়ে একেবারে শেষ হার্ডলের সামনে দাঁড়িয়ে এমআই এমিরেটস।
বুধবার প্রথম কোয়ালিফায়ারে গাল্ফ জায়ান্টসকে হারিয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র ফাইনালে ওঠে এমআই এমিরেটস। সৌজন্যে তিন ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো, কায়রন পোলার্ড ও নিকোলাস পুরানের মিলিত লড়াই। উল্লেখ্য, গতবছর দ্বিতীয় কোয়ালিফায়ারে গাল্ফ জায়ান্টসের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় এমআই। এবার গতবারের চ্যাম্পিয়নদের প্রথম কোয়ালিফায়ারে ৪৫ রানে পরাজিত করেন পোলার্ডরা। যদিও গাল্ফ জায়ান্টস এবার দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামার সুযোগ পাবে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস হেরে শুরুতে ব্যাট করতে নামে এমআই এমিরেটস। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে। ক্যাপ্টেন নিকোলাস পুরান ২৮ বলে ৩৬ রান করেন। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ডোয়েন ব্র্যাভো ২৮ বলে ৩০ রান করেন। মারেন ২টি চার ও ১টি ছক্কা। কায়রন পোলার্ড ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ২১ বলে ২৯ রান করেন টিম ডেভিড। তিনি ৪টি চার মারেন। ১৭ বলে ২২ রান করেন কুশল পেরেরা। তিনি ৩টি চার মারেন। ১০ বলে ১২ রান করেন মহম্মদ ওয়াসিম। তিনি ২টি চার মারেন। খাতা খুলতে পারেননি আন্দ্রে ফ্লেচার ও আকিস হোসেন।
আরও পড়ুন:- U19 WC Team Of The Tournament: যুব বিশ্বকাপের সেরা একাদশে উদয়-সহ ভারতের চার তারকা, রয়েছেন পাক পেসারও
গাল্ফ জায়ান্টসের ড্যানিয়েল ওরেল ১৫ রানে ৩টি উইকেট দখল করেন। ৩৪ রানে ২টি উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। ১৪ রানে ১টি উইকেট নেন জুবাইর। উইকেট পাননি ক্রিস জর্ডন।
আরও পড়ুন:- Bengal Ranji Performance Review: অনুষ্টুপ নির্ভর ব্যাটিং, ঘরের মাঠে পয়েন্ট খরা, রঞ্জিতে বাংলার ভরাডুবির ৫ কারণ
পালটা ব্যাট করতে নেমে গাল্ফ জায়ান্টস ১৮.২ ওভারে ১১৮ রানে অল-আউট হয়ে যায়। ১৫ বলে ৩১ রান করেন ক্রিস জর্ডন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৮ বলে ২৬ রান করেন উসমান খান। তিনি ৩টি চার মারেন। ক্রিস লিন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ১৮ রান করেন। ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১০ রান করেন জেমি স্মিথ। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন জেমস ভিনস।