পাকিস্তান ক্রিকেট দলের খারাপ সময় কাটতেই যেন চাইছে না। নিউজিল্যান্ডে গিয়ে টি২০ সিরিজে কার্যত কচুকাটা হওয়ার পর এবার ওড়িআই সিরিজও খোয়াল তাঁরা। প্রথম দুই ওডিআইতেই নিউজিল্যান্ড ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়ে নিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে বোলাররা ভালো লড়াই দিলেও, ব্যাটাররা আবারও ডুবিয়েছে পাকিস্তানকে, আর তারপরই বিস্ফোরক মন্তব্য শোনা গেছে দলের পেসাররে গলায়।
চেজ করতে নেমে পাকিস্তান দল মাত্র ৩২ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়েছিল, এরপর আর বলার অপেক্ষা রাখে না যে তাঁদের থেকে খুব বেশি কিছু আশা করা যায় না। শেষদিকে যদি দুই বোলার ফাহিম আশরাফ ৮০ বলে ৭৩ এবং নাসিম শাহ ৪৪ বলে ৫১ রান না করতেও, তাহলে পাকিস্তান হয়ত ১০০ রানের মধ্যেই গুটিয়ে যেত। এই দুই টেলেন্ডারের লড়াইয়ে ভর করে পাকিস্তান ৪১.২ ওভারে ২০৮ রান পর্যন্ত যায়।
RR vs GT- IPL 2025- নতুন দলের হয়ে RCBর ডেরায় ফিরেই ঝলমলে সিরাজ! দেবদূত-সল্টকে ফিরিয়ে দিলেন বঞ্চনার জবাব
দলের মধ্যে ঐক্যতার ব্যাপক অভাব
টপ অর্ডারের এমন ব্যর্থতার পরই প্রশ্ন উঠে গেছে, তাঁদের ব্যাটারদের চাপের সময় পারফর্ম করার অক্ষমতা নিয়ে। এই নিয়েই ম্যাচ শেষে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের হয়ে অর্ধশতরান করা ফাহিম আশরাফ। তাঁর মতে, দলের মধ্যে ঐক্যতার অভাব থাকলে কোনও দিনই সাফল্য সম্ভব নয়, ক্রিকেটারদের এক হওয়ার বার্তা দিয়েছেন তিনি। যা আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে, তাহলে গ্যারি কার্স্টেন যে কথা গতবছর থেকে বলে আসছেন, সেটাই কি ঠিক?
IPL,GT vs RCB- পাওয়ারপ্লে-তে ৩ উইকেট হারানো উচিত হয়নি! GTর কাছে হেরে ব্যাটারদের নিশানা পতিদারের, তবে বোলিং নিয়ে সন্তুষ্ট
খালি নিজেরটা বুঝলে হবে না
ম্যাচ শেষে ফাহিম আশরাফকে বলতে শোনা যায়, ‘দেখ আমরা সবাই চাইছি আমাদের দল জিতুক। কিন্তু আমার মনে হয়, যখন আমরা নিজেদের ব্যক্তিগত খেলায় বেশি মনযোগ করি, কিনবা নিজেরটা শুধু বুঝে নেওয়ার চেষ্টা করি। আর নিজের কাজ হাসিল হয়ে গেলেই কেটে পড়ার চেষ্টা করি, তাহলে সেভাবে কাজ হয় না। দল হিসেবে যদি আমরা সবাই একে অপরকে সমর্থন করি, তাহলে আমার মনে হয় আমরা আরও ভালো খেলতে পাররব ’।
Yashaswi Jaiswal leaves Mumbai- ‘গোয়া আমায় ভালো প্রস্তাব দিয়েছে, সেটা গ্রহণ করেছি’! মুম্বই ছাড়ার কারণ জানালেন যশস্বী
চূড়ান্ত ব্যর্থ বাবর-রিজওয়ানরা
আশরাফের এই মন্তব্যের পরই প্রশ্ন উঠে গেছে, তিনি কি ব্যাটারদের মধ্যে কাউকে টার্গেট করার চেষ্টা করলেন? ইমাম উল হক, বাবর আজম, মহম্মদ রিজওয়ান, সলমন আলি আঘারা কেউ দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে পারেননি দ্বিতীয় ওডিআইতে। এক্ষেত্রে তিনি টার্গেট করায় তাঁকেই আবার কোপের মুখে পড়তে হবে না তো? যদিও পাকিস্তান ক্রিকেটের এই বেহাল দশা দেখে আর কারোর বোঝার অপেক্ষা নেই, যে দলের মধ্যে ঐক্যতার অভাব রয়েছে। এমনি এমনি পাক মিডিয়ায় শাহিন আফ্রিদি, বাবর আজমদের নিয়ে বিভিন্নরকম নেগেটিভ খবর প্রকাশ্যে আসে না।
ISL সেমিতে FC Goa-কে ২-০ হারাল বেঙ্গালুরু FC! এগিয়ে থেকেই ফতোর্দায় নামবে সুনীলরা, আত্মঘাতী গোলে দলকে ডোবালেন সন্দেশ
কামব্যাকের ব্যাপারে আশাবাদী আশরাফ
দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হলেও পাকিস্তানের এই ক্রিকেটার অবশ্য আশাবাদী তৃতীয় ম্যাচ জিতে হোয়াইটওয়াশ রুখবেন তাঁরা। ফাহিম বললেন, ‘ক্রিকেট খেলায় জেতাটা কখনই কঠিন কাজ নয়। সবাই জেতার মানসিকতা নিয়েই খেলছে। এর আগেও এমন হয়েছে, তাই ফিরা আসাটা কঠিন নয়। যদি ভালো ক্রিকেট খেলি, তাহলে আমরা নিশ্চই জিতব ’। শনিবার রয়েছে সিরিজের শেষ ম্যাচ।