IPL-এ খেলবেন মহেন্দ্র সং ধোনি? যাবতীয় জল্পনা উড়িয়ে নিজেই তিনি স্পষ্ট করে দিলেন বিষয়টি। আপাতত কয়েকবছর আরও ক্রিকেট খেলার পরিকল্পনা রয়েছে তাঁর।
CSK-এর হয়ে খেলবেন ধোনি। (ছবি-X)
এগিয়ে আসছে IPL ২০২৫-এর প্লেয়ার রিটেনশনের শেষ দিন। এখনও পর্যন্ত স্পষ্ট নয় মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের হয়ে খেলবেন কী খেলবেন না। তবে এই নিয়ে বড় মন্তব্য করলেন মাহি নিজেই। তিনি এক অনুষ্ঠানে জানালেন, শুধু ২০২৫ নয়, আগামী কয়েক বছর CSK-র হয়ে খেলার পরিকল্পনা রয়েছে তাঁর। যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে ধোনি স্পষ্ট করেন, ‘আগামী কয়েক বছর’ ক্রিকেট খেলার জন্য নিজেকে সবরকম ভাবে তৈরি রাখছেন। একটি সফটওয়্যার কোম্পানির ব্র্যান্ড প্রমোশন অনুষ্ঠানে উপস্থিত থেকে এমএস ধোনি বলেন, ‘আমি শেষ কয়েকবছর যেখানেই ক্রিকেট খেলি না কেন, সেটাকে উপভোগ করতে চাইব’।
৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘আপনি যখন পেশাদার ক্রিকেট খেলেন, তখন খেলার মতো এটি উপভোগ করা কঠিন হয়ে পড়ে। তবে আমি এবার এটাই করতে চাই। এটা সহজ না। আবেগ আছে, প্রতিশ্রুতি আছে। আমি আগামী কয়েক বছর খেলাটি উপভোগ করতে চাই’। এরপরে ধোনি যা বলেন তা থেকে IPL-এ তাঁর খেলা নিয়ে আরও স্পষ্টতা পাওয়া যায়। তিনি বলেন, ‘আমাকে ৯ মাস নিজেকে ফিট রাখতে হবে, যাতে আমি ২.৫ মাস IPL খেলতে পারি। আপনাকে এটির পরিকল্পনা করতে হবে, তবে একই সঙ্গে কিছুটা মজাও করতে হবে’।
ধোনি IPL ২০২৪-এর আগে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে CSK-এর অধিনায়কত্ব হস্তান্তর করেছিলেন। তবে, ৫ বার IPL জয়ী অধিনায়ক এবং এখনও তর্কযোগ্যভাবে টুর্নামেন্টের সবচেয়ে বড় নাম, তাঁর খেলা চালিয়ে যাওয়া IPL-র জন্য নিঃসন্দেহে সুসংবাদ। টিম ইন্ডিয়ার হয়ে ধোনি শেষ ম্যাচ খেলেছিলেন ৫ বছরেরও বেশি সময় আগে, তাই ধোনিকে CSK একজন আনক্যাপড প্লেয়ার হিসাবে ধরে রাখতে পারে, যার মূল্য মাত্র ৪ কোটি টাকা। এর আগে ২০২১ সালে IPL-এ শেষবার আনক্যাপড প্লেয়ার নিয়ম কার্যকর ছিল। এখন ফের IPL ২০২৫-এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়মকে আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।