শনিবার থেকে শুরু বিজয় হাজারে ট্রফি। এই ট্রফিতে বহু তারকাই খেলতে চলেছেন, যে ক্রিকেটাররা জাতীয় দলে খেলছেন না। যেমন শ্রেয়স আইয়ার থেকে শুরু করে বাংলার পেসার মহম্মদ শামিরা। যদিও সব রাজ্য সংস্থাই দলের ক্রিকেটারদের ওয়ার্ক লোডের বিষয়টিও মাথায় রাখছে। কারণ সামনে যেমন রঞ্জির মরশুম রয়েছে, তেমনই তিন পাস পর রয়েছে আইপিএল।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
দিল্লির বিপক্ষে নেই শামি-
শনিবার বাংলার সঙ্গে বিজয় হাজারে ট্রফিতে ম্যাচ রয়েছে দিল্লি। এবারে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লি বেশ ভালোই ক্রিকেট খেলেছে, যদিও তাঁরা ফাইনালিস্ট নয়। বাংলাও বরোদার কাছে নকআউট হেরে যায়। বিজয় হাজারের এই ম্যাচ তাই হাড্ডাহাড্ডি হবে আশা করাই যায়। যদিও এই ম্যাচে বাংলা খেলাবে না তাঁদের তারকা পেসার মহম্মদ শামিকে।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
ফের হাঁটু ফুলেছে শামির-
নভেম্বর মাসেই মহম্মদ শামি মাঠে ফিরেছিলেন প্রায় ১ বছর পর। গতবছর ওডিআই বিশ্বকাপের পর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন চোটের জন্য। তাঁর অস্ত্রোপচারও হয়। কিন্তু এরপরই হাঁটু ফুলে যেতে থাকে বেশি ওয়ার্কলোডের কারণে। রঞ্জিতে এক ম্যাচে বোলিং করতে তেমন সমস্যা না হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বোলিংয়ের পর ফের হাঁটু ফুলেছে বাংলার এই পেসারের। সঙ্গে রয়েছে হাল্কা ব্যাথাও।
শামিকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না কেউ-
আর কোনওভাবেই শামিকে নিয়ে তাই ঝুঁকি নিতে চাইছে না বাংলা। শুধু বঙ্গ ক্রিকেট সংস্থাই নয়, বিসিসিআইও চাইছে চ্যাম্পিয়নস ট্রফিতে ফুল ফিট শামিকে পেতে। আর ব্যক্তিগতভাবে গতবারের আইপিএল মিস করা শামিও চাইছেন আর চোট না পেয়ে অন্তত এবারে যেন আইপিএলটা খেলতে পারেন। স্রেফ আর্থিক কারণে নয়, তাঁকে যে গুজরাট দল ছেড়ে দিয়েছে, তাই শামিরও জবাব দেওয়ার বাকি রয়েছে।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
রোহিন চান ২০০ শতাংশ ফিট শামিকে-
তৃতীয় টেস্ট ব্রিসবেনে ড্র হওয়ার পরই ফের একবার রোহিত শর্মার কাছে উড়ে এসেছিল শামিকে নিয়ে প্রশ্ন, কারণ সিরাজদের পারফরমেন্স অস্ট্রেলিয়ায় চোখে দেখা যাচ্ছে না। পাল্টা অধিনায়ক রোহিত শর্মাও বলেছিলেন, ‘আমার মনে হয় যেখানে ও রিহ্যাব করছে, সেই এনসিএর কারোর এই নিয়ে এবার কথা বলা উচিত। ওরাই একমাত্র শামিকে নিয়ে আপডেট দিতে পারবে, ও ঘরোয়া ক্রিকেট খেলছে বটে। কিন্তু ওর চোট সম্পর্কে আমরা অবগত নই। তাই ২০০ শতাংশ নিশ্চিত না হয়ে ওকে আমরা খেলাতে চাই না’।