বাংলা নিউজ > ক্রিকেট > Ashwin and Kuldeep chemistry: কে আগে মাঠ থেকে বেরোবেন? ‘লড়াই’ অশ্বিন ও কুলদীপের! গর্বে ফুল ফুলল নেটপাড়ার
পরবর্তী খবর
Ashwin and Kuldeep chemistry: কে আগে মাঠ থেকে বেরোবেন? ‘লড়াই’ অশ্বিন ও কুলদীপের! গর্বে ফুল ফুলল নেটপাড়ার
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2024, 03:37 PM ISTAyan Das
ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। চারটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আর ইংল্যান্ড অল-আউট হওয়ার পরে তাঁদের রসায়ন দেখে গর্বে বুক ফুলে উঠল নেটপাড়ার। দু'জন যে একে অপরের শ্রদ্ধা প্রদর্শন করলেন, তা দারুণ মুহূর্ত।
রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবের রসায়ন। (ছবি সৌজন্যে এক্স ও এএফপি)
ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিচ্ছে ভারত- এর থেকে ভালো দৃশ্য আর কি কিছু হতে পারে? ধরমশালায় ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্টের প্রথম দিনে যা হল, তা দেখে উত্তরটা নিশ্চিতভাবে 'হ্যাঁ' হবে। ইংল্যান্ড অল-আউট হয়ে যাওয়ার পরে একে অপরের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করলেন কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন, তাতে 'হ্যাঁ' হওয়ারই কথা। কিন্তু কী এমন বিষয় হল যে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার থেকেও একটা ভালো অনুভূতি তৈরি হল ভারতীয়দের মনে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেই মুহূর্তের কাহিনী?
আসলে বৃহস্পতিবার ধরমশালায় ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হওয়ার পরে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় সকলের সামনে অশ্বিনকে থাকতে বলেন কুলদীপ এবং মহম্মদ সিরাজ। সেজন্য আম্পায়ারের থেকে বল নিয়ে অশ্বিনকে দিয়ে দেন। কারণ ধরমশালায় শততম টেস্ট ম্যাচ খেলছেন ভারতের তারকা অফস্পিনার। আর প্রথম ইনিংসে চারটি উইকেটও নিয়েছেন।
কিন্তু তাতে একেবারেই রাজি হননি অশ্বিন। বরং কুলদীপকে ‘না’ বলে দেন এবং বলটা ফিরিয়ে দেন। কুলদীপকেই বল হাতে নিয়ে সকলের আগে মাঠ থেকে বেরোতে বলেন। কারণ আজ ভারতের সেরা বোলার হলেন কুলদীপ। ইংল্যান্ডের প্রথম চারটি উইকেটই নিয়েছেন তিনি। সবমিলিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। সেই পরিস্থিতিতে অশ্বিনের কথায় আর ‘না’ বলতে পারেননি কুলদীপ। ইচ্ছা না থাকলেও অশ্বিনের থেকে বলটা নিয়ে সকলের সামনে হেঁটে যেতে থাকেন। বলটা উপরের দিকে তুলে মাঠ থেকে বেরিয়ে যান। পিছনে হাততালি দিতে থাকেন অশ্বিন। আর সেই দৃশ্য দেখে গর্বে বুক ফুলে উঠেছে নেটপাড়ার।
আর সত্যিই আজ সেরা বোলার হলেন কুলদীপ। ইংল্যান্ডের যে প্রথম চারটি উইকেট পড়েছে, সেই চারটিই নেন বাঁ-হাতি রিস্ট স্পিনার। সবমিলিয়ে ১৫ ওভারে ৭২ রান দিয়ে পাঁচটি উইকেট নেন। আউট করেন বেন ডাকেট, ওলি পোপ, জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো এবং বেন স্টোকসকে।
অন্যদিকে, অশ্বিন চারটি উইকেট নেন। ১১.৪ ওভারে খরচ করেন ৫১ রান। ইংল্যান্ডের টপ এবং মিডল অর্ডারকে কুলদীপ ধ্বংস করার পরে ইংরেজদের লোয়ার অর্ডারের বিরুদ্ধে সাফাই অভিযান চালিয়ে দেন অশ্বিন। আউট করেন টম হার্টলি, মার্ক উড, বেন ফোকস এবং জেমস অ্যান্ডারসনকে।