রবিবার (২৩ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। সেই লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। স্টেডিয়ামে ২৫,০০০ ক্রিকেট ভক্তের পাশাপাশি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ সমর্থক এই ম্যাচের পারদ চড়াবে। আর সেই অপেক্ষাতেই ক্রিকেট মহল।
ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে, দু'টি দল বহুকাল দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তারা শুধুমাত্র আইসিসি বা এসিসি-র কোনও টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার সুযোগ পায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু রাজনৈতিক কারণে ভারত টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যেতে অস্বীকার করে। এর ফলে হাইব্রিড মডেলের সাহায্য নিয়ে ভারত তাদের সব ম্যাচ দুবাইতে খেলছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারটি করে দল নিয়ে মোট দু'টি গ্রুপ তৈরি হয়েছে। এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু'টি দল সেমিফাইনালে উঠবে। এখন মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন টিম করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে। যার নিটফল, আর একটি ম্যাচ হারলে, টুর্নামেন্ট থেকে পাকিস্তান কার্যত ছিটকে যাবে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ছয় উইকেটে জিতেছে। যার ফলে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে। এবং রবিবার পাকিস্তানকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইবে।
দুই চির প্রতিদ্বন্দ্বী ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে পাকিস্তান ১৮০ রানে বিধ্বস্ত করেছিল ভারতকে। এবার বদলা নেওয়ার পালা টিম ইন্ডিয়ার। আর এই বদলার ম্যাচে কী একাদশ বেছে নেবে ভারতীয় দল। পাকিস্তানের কাছে মরণবাঁচন ম্যাচ। তার উপর আবার চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ফখর জামান। তাদেরই বা ভারতের বিরুদ্ধে কী একাদশ হতে চলেছে?
ভারতের ব্যাটিং অর্ডার সম্ভবত এক থাকবে
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারত তাদের ব্যাটিং অর্ডারে সম্ভবত কোনও পরিবর্তন করবে না। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। গিল বর্তমানে ভারতীয় লাইনআপের সবচেয়ে ইন-ফর্ম ব্যাটসম্যান, ওডিআইতে দু'টি ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছেন। তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। ওয়ানডে-তে ইতিহাসের দ্রুততম ১৪,০০০ রান করার জন্য তার আরও ১৫ রান প্রয়োজন। চার নম্বরে ব্যাট করতে নামার কথা শ্রেয়াস আইয়ারের। কেএল রাহুল ৫ নম্বরে নামতে পারেন, অক্ষর প্যাটেল ছয়ে খেলতে পারেন। হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৭ এবং ৮ নম্বরে ব্যাট করতে পারেন।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ODI দ্বৈরথের ইতিহাসে কিন্তু পিছিয়ে রোহিতরাই, তবে সাম্প্রতিক রেকর্ডের গল্প অন্য
কুলদীপ যাদব বাদ পড়তে পারেন
তবে ভারত তাদের বোলিং লাইনআপে পরিবর্তন আনতে পারে। কুলদীপ যাদব বাংলাদেশের বিরুদ্ধে তাঁর সেরাটা দিতে পারেননি। তিনি ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে একটিও উইকেট নিতে পারেননি। তাই পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপের পরিবর্তে বরুণ চক্রবর্তী দলে ঢুকতে পারেন। তিনি ভালো ফর্মে আছেন এবং দুবাইয়ের টার্নিং ট্র্যাকে তার স্পিন রহস্য কাজে আসতে পারে। হর্ষিত রানা বাংলাদেশের বিরুদ্ধে ভালো বল করেছেন। ৭.৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তাই মহম্মদ শামির সঙ্গে দ্বিতীয় পেসার হবেন হর্ষিতই। এছাড়া হার্দিক তো আছেনই। সেক্ষেত্রে আর্শদীপ সিং-কে সম্ভবত আরও অপেক্ষা করতে হবে।
পাকিস্তানের ব্যাটিং অর্ডারে হয়তো দু'টি বদল
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে চোট পেয়েছেন ফখর জামান। তিনি টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। তার পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যান ইমাম-উল-হককে। ইমাম পাকিস্তানের হয়ে শেষ একটি ওডিআই ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের ২৭ অক্টোবর। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তিনি ফখরের জায়গায় হয়তো একাদশে ঢুকবেন এবং বাবর আজমের সঙ্গে মেন ইন গ্রিনের হয়ে ওপেন করবেন। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচের জন্য, ব্যাটিং ইউনিটকে শক্তিশালী করতে তৈয়ব তাহিরের পরিবর্তে কামরান গুলামকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ বলে মাত্র ১ রান করতে পেরেছিলেন তাহির।
চার নম্বরে ব্যাট করতে নামবেন মহম্মদ রিজওয়ান, পাঁচে সহ-অধিনায়ক সলমন আলি আগা এবং সাউদ শাকিল ছয়ে নামতে পারেন। ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে পাকিস্তানের খুশদিল শাহ সর্বোচ্চ (৪৯ বলে ৬৯) রান করেন এবং বাঁহাতি ব্যাটসম্যান তাঁর পারফরম্যান্স বজায় রাখতে চান।
বোলিংয়ে পরিবর্তনের সম্ভাবনা কম
এদিকে পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট এবং ভক্তরা শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফের- এই পেস ট্রায়োর থেকে ভালো পারফরম্যান্স আশা করবে। আব্রার আহমেদ পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ স্কোয়াডে একমাত্র স্পিনার এবং তিনি প্লেয়িং ইলেভেনে তাঁর জায়গা ধরে রাখবেন।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।