জনি বেয়ারস্টোর বিধ্বংসী সেঞ্চুরির হাত ধরে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংস টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। ২৬১ রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে পঞ্জাব। গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২৫৯/৪ রানের রেকর্ড ভেঙে দিয়েছে পঞ্জাব কিংস।
আইপিএলে আবার সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল রাজস্থান রয়্যালসের দখলে। এ মরশুমেই ইডেন গার্ডেন্সে কেকেআর-এর বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। ২০২০ সালে আবার শারজাতে কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বিরুদ্ধেও রাজস্থান ২২৪ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল।
আরও পড়ুন: ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স
রান তাড়া করতে নেমে পঞ্জাবের পরিকল্পনা
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬১ রান করে কেকেআর। কিন্তু পঞ্জাব কিংস আট বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয়। ৪৮ বলে অপরাজিত ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন বেয়ারস্টো। ম্যাচের পর বলেন, তাদের লক্ষ্য ছিল যতটা সম্ভব হোক পিটিয়ে খেলা।
বেয়ারস্টো বলেন, ‘আমরা শুরুটা ভালো করতে চেয়েছিলাম এবং সেটাই মুখ্য ছিল। সুনীলকে ধন্যবাদ। ওরা একটি ফ্লায়ার পেয়েছিল, তাই আমরা জানতাম যে পাওয়ারপ্লে-তে আমাদের আক্রমণের পথে হাঁটতে হবে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আপনাকে যখন দু'শোর বেশি তাড়া করতে হয়, তখন পাওয়ারপ্লেতে ঝুঁকি নিতেই হবে। বড় রান তাড়া করতে হলে যতটা সম্ভব কঠোর ভাবে পেটাতে হবে। তবে আমরা যতটা সম্ভব কম উইকেট হারাতে চেয়েছিলাম।’
আরও পড়ুন: ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস লিখল পঞ্জাব, IPL-এও RR-এর নজির ভেঙে গেল, হল নয়া রেকর্ড
শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো
এদিকে শশাঙ্ক সিংকে নিয়ে একেবারে মুগ্ধ বেয়ারস্টো। শশাঙ্কের সঙ্গে বেয়ারস্টো তৃতীয় উইকেটে অপরাজিত ৮৪ রানের জুটি গড়ে দলকে জেতান। শশাঙ্ক সিং ২৮ বলে অপরাজিত ৬৮ করেন। আর শশাঙ্কের ইনিংস সামনে থেকে দেখার পর বেয়ারস্টো বলেন, ‘ও একজন বিশেষ খেলোয়াড়। ওর মতো খেলোয়াড় দলে পাওয়াটাই বড় কথা। ও যে ভাবে মাঠে এসে খেলেছে, তা ছিল অবিশ্বাস্য দৃশ্য। ক্রিকেট নিয়েও ওর বোঝাপড়া অসাধারণ। ও একজন ভালো এবং শান্ত স্বভাবের খেলোয়াড়। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাব কিংসের সফল রান তাড়ায় ও যেভাবে ব্যাট করেছে, তার জন্য ওর পুরো কৃতিত্ব পাওয়া উচিত।’
আরও পড়ুন: ২৫০-এর উপর রান করে RCB-এর নজির স্পর্শ করল KKR, এক ধাপ উপরে থেকে গেল SRH