1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2024, 12:20 AM ISTAbhisake Koley
পোলার্ডের নেতৃত্বাধীন এমআই কেপ টাউন দলের ৫ জন ব্যাটার খাতা খুলতে পারেননি, কায়রন নিজেও রয়েছেন সেই দলে।
নিকোলাস পুরান ও কায়রন পোলার্ড। ছবি- আইএল টি-২০/এসএ ২০।
একই দিনে কার্যত একই সময়ে দুই মহাদেশে ২টি আলাদা লিগ ম্যাচে মাঠে নামে এমআই ফ্র্যাঞ্চাইজির দু'টি দল। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে পরাজিত হয় কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন এমআই কেপটাউন। তবে আমিরশাহির টি-২০ লিগে নিকোলাস পুরানের নেতৃত্বে জয় তুলে নেয় এমআই এমিরেটস।
এমআই কেপ টাউন বনাম পার্ল রয়্যালস এসএ ২০ ম্যাচ:-
রবিবার পার্লে এসএ ২০-র ১৪তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে এমআই কেপ টাউন ও পার্ল রয়্যালস। বোল্যান্ড পার্কে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে রয়্যালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬২ রান তোলে। জেসন রয় ৪৬ বলে ৬৮ রান করেন। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন। জোস বাটলার ৪২ বলে ৫৪ রান করেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ২০ বলে ২৪ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন ডেভিড মিলার। তিনি ২টি চার মারেন।
এমআই কেপ টাউনের হয়ে ২৭ রানে ২টি উইকেট নেন নুয়ান তুষারা। ২৪ রানে ১টি উইকেট নেন থমাস কাবের। উইকেট পাননি জর্জ লিন্ডে, কাগিসো রাবাদা, স্যাম কারান ও কায়রন পোলার্ড।
জবাবে ব্যাট করতে নেমে এমআই কেপ টাউন ১৮.২ ওভারে ১০৩ রানে অল-আউট হয়ে য়ায়। ৫৯ রানে ম্যাচ হারে কেপ টাউন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৩২ রানের ধীর ইনিংস খেলেন কনর। লিয়াম লিভিংস্টোন ১৬ বলে ২২ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ২৭ বলে ১৮ রানের টেস্টসুলভ ইনিংস খেলেন স্যাম কারান। তিনি ১টি চার মারেন।
খাতা খুলতে পারেননি এমআইয়ের ৫ জন ব্যাটার। সেই তালিকায় রয়েছেন পোলার্ড, রাসি ভ্যান ডার দাসেন, ডেওয়াল্ড ব্রেভিস, জর্জ লিন্ডে ও নুয়ান তুষারা। বিয়র্ন ফরচুইন ১৫ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, ওবেদ ম্যাককয় ও তাবরেজ শামসি।
আবু ধাবিতে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র ম্যাচে গাল্ফ জায়ান্টসকে ১৮ রানে হারিয়ে দেয় নিকোলাস পুরানের নেতৃত্বাধীন এমআই এমিরেটস। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে এমআই এমিরেটস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। ক্যাপ্টেন পুরান ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫১ রান করেন। টিম ডেভিড ৪১, আম্বাতি রায়াড়ু ২৫ ও আন্দ্রে ফ্লেচার ২৮ রান করেন। ২টি উইকেট নেন গাল্ফ জায়ান্টসের ক্রিস জর্ডন।