ভারতীয় ক্রিকেট দলের এই মূূহূর্তে দুই সেরা তারকারই নাম বিরাট কোহলি এবং রোহিত শর্মা। পারফরমেন্স যেমনই হোক না কেন, তাঁদের দলে থাকাই প্রতিপক্ষ দলকে চাপের মধ্যে ফেলে দিয়ে থাকে। যদিও সাম্প্রতিক সময় বিশেষ করে বাংলাদেশ সিরিজে ব্যাটে একদমই রান নেই রোহিত, বিরাটদের। তবে তাঁর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত দুই ম্যাচে অর্ধশতরান করলেও ফ্লপ ছিলেন কোহলি।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬ রানে আউট হয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসেও দুই ক্রিকেটারের কেউই বড় রানের দেখা পাননি। বয়সও তো হচ্ছে। এই অবস্থায় কি তাঁদের খুব বেশিদিন খেলা চালিয়ে যাওয়া উচিত, এবার সেই নিয়েই বড় মন্তব্য করলেন ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
আরও পড়ুন-শুধু ক্রিকেটার নন, বুমরাহ এখন মেন্টরও! ‘ওর মতো হওয়া সহজ নয়’, বলছেন আকাশদীপ…
টি২০ বিশ্বকাপ জয়ের পরই রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রায় একসঙ্গেই জানিয়েছিলেন নিজেদের সিদ্ধান্তের কথা। সিমিত ওভারের ফরম্যাটের ক্ষুদ্র সংস্করণ থেকে অবসর ঘোষণা করেছিলেন দুজনে। তবে টেস্ট এবং ওডিআই এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু সেই চেনা ছন্দে এখনও বিরাটকে দেখা যায়নি। রোহিত শর্মা শ্রীলঙ্কা সিরিজে রান পেলেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বয়সের সঙ্গে সঙ্গে রিফ্লেক্সও কি কমছে তাঁদের, কারণ টেস্ট পাঁচদিনের খেলা। এই নিয়ে প্রশ্ন করা হয় প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে।
আরও পড়ুন-হাঁটুতে বড় চোট! অস্ত্রোপচার টের স্টেগেনের…২০২৪-এ আর নামা হবে না বার্সা তারকার…
বরাবরই বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটিংয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করে থাকেন কপিল দেব। ভারতের ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক তাঁদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টবার্তাই দিচ্ছেন। কপিল দেবের কথায়, ‘২৬ থেকে ৩৪ বছর পর্যন্ত একজন ক্রিকেটারের সেরা সময় থাকে, এরপর সেই ক্রিকেটারের কেরিয়ার কতটা দীর্ঘস্থায়ী সেটা নির্ভর করে তাঁর ফিটনেসের ওপরই’।
আরও পড়ুন-বিরাটের সব কথা শুনতে রাজি, শুধু এটা বাদে! কোহলির কোন কথা অমান্য করবেন আকাশদীপ…
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর প্রসঙ্গ টেনে কপিল দেব বলছেন, ‘রবি শাস্ত্রী যেমন খুব অল্প বয়সেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, আবার সচিন তেন্ডুলকর দীর্ঘ কেরিয়ার বজায় রেখেছিল। তাই এটা প্রত্যেক ক্রিকেটারের ব্য়ক্তিগত সিদ্ধান্তেরই ওপর যে কিভাবে সে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। আমার মতে বলে, যত দিন সম্ভব নিজেকে ফিট রেখে খেলা উপভোগ করা যায়, ততদিনই চালিয়ে যাওয়া উচিত। ’।