বাংলা নিউজ > ক্রিকেট > দঃ আফ্রিকা দল থেকে বাদ পড়েই SA20তে জ্বলে উঠলেন তারকা পেসার! মারলেন জোড়া ছয়, নিলেন ২ উইকেট! জিতল জোবার্গ
পরবর্তী খবর
দঃ আফ্রিকা দল থেকে বাদ পড়েই SA20তে জ্বলে উঠলেন তারকা পেসার! মারলেন জোড়া ছয়, নিলেন ২ উইকেট! জিতল জোবার্গ
2 মিনিটে পড়ুন Updated: 15 Jan 2025, 10:30 AM ISTMoinak Mitra
ডার্বান সুপার জায়ান্টের বিপক্ষে সাউথ আফ্রিকা ২০র ম্যাচে প্রথমে ব্যাট করে জোবার্গ সুপার কিংস করেছিল ৭ উইকেটে ১৬৯ রান। টি২০তে যে এই রান মোটেই খুব নিশ্চিন্ত করার মতো নয়, সেকথা কম বেশি সকলেরই জানা। কিন্তু বল হাতে ডার্বান ক্রিকেটারদের বিরুদ্ধে জ্বলে উঠলেন কোয়েটজি, ফেরেইরা, শামসিরা,তাতেই ম্যাচ জিতল কিংসরা
Ad
দঃ আফ্রিকা দল থেকে বাদ পড়েই SA20তে জ্বলে উঠলেন তারকা পেসার! জেতালেন জোবার্গকে। ছবি- এসএ২০ এক্স
সাউথ আফ্রিকা ২০র ফ্র্যাঞ্চাইজি লিগে পরপর দু ম্যাচেই জয়ের স্বাদ পেল জোবার্গ সুপার কিংস। গত ম্যাচে এমআই কেপটাউনের বিরুদ্ধে জয়ের পর মঙ্গলবার রাতে দ্বিতীয় ম্যাচে তাঁরা হারিয়ে দিল ডার্বান সুপার জায়ান্টকে। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস এই ম্যাচে তেমন নজর কাড়তে না পারলেও, দলের বাকিরা এই ম্যাচে বৈতরণী পার করে দিলেন।
ডার্বান সুপার জায়ান্টের বিপক্ষে সাউথ আফ্রিকা ২০র ম্যাচে প্রথমে ব্যাট করে জোবার্গ সুপার কিংস করেছিল ৭ উইকেটে ১৬৯ রান। টি২০তে যে এই রান মোটেই খুব নিশ্চিন্ত করার মতো নয়, সেকথা কম বেশি সকলেরই জানা। কিন্তু বল হাতে ডার্বান ক্রিকেটারদের বিরুদ্ধে জ্বলে উঠলেন কোয়েটজি, ফেরেইরা, শামসিরা, তাতেই ম্যাচ জিতল কিংসরা।
প্রথমে ব্যাট করতে নেমেছিল জোবার্গ সুপার কিংস। টস জিতে তাঁদের অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও নিজেই মাত্র ১ রানে ফেরেন ডুপ্লেসি। এরপর আরেক ওপেনার ডেভন কনওয়ে ১৯ বলে ২২ রানের ধীর গতির ইনিংস খেলেন। লিউস দু প্লয় করেন ৩২ বলে ৩৮ রান। ২২ বলে ২৬ রান করেন ইংরেজ তারকা জনি বেয়ারস্টো। লুবে করেন ১৭ এবং অলরাউন্ডার ডনোভান ফেরেইরা করেন ২৬ রান। তবে ব্যাট হাতে শেষ দিকে নজর কাড়েন জেরাল্ট কোয়েটজি। মাত্র ৩ বলে ২টি ছয় মেরে করেন ১৩ রান।
১৭০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে ব্রিটজকির উইকেট হারালেও ফার্স্ট ডাউনে এসে কুইন্টন ডি কক করেন ৫৫ রান। ১৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। ক্লাসেন করেন ১৭ বলে ২৯ রান। কিন্তু ব্যাটাররা পুরো ২০ ওভার খেলতেই পারলেন না জোবার্গের বোলারদের বৈচিত্রের দাপটে। দুটি করে উইকেট নিলেন কোয়েটজি, শামসি, ফেরেইরা। আর তাতেই মাত্র ১৮ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় ডার্বানের দলটি।
কয়েকদিন আগেই দঃ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হয়েছে। সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার জেরাল্ড কোয়েটজি। চোট কাটিয়ে ফেরায় তাঁর ফিটনেসের ওপর ঠিক ভরসা করতে পারেন প্রোটিয়া বোর্ড। ২০২৩ ওডিআইতে নজর কাড়া এই প্রোটিয়া বোলার জোবার্গের এই ম্যাচে জয়ের অন্যতম নায়ক হয়েই থাকলেন। বল হাতে তিনি তুলে নেন ডার্বানের হয়ে সর্বোচ্চ স্কোর করা কুইন্টন ডি ককের উইকেট। এছাড়াও ফেরান নবিন উল হককে। ব্যাট হাতেও খেলেন দুরন্ত ক্যামিও।