আইপিএল ২০২৪ আক্ষরিক অর্থেই রেকর্ড ব্রেকিং মরশুম হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। টুর্নামেন্টের ইতিহাসে এত রান আগে কখনও ওঠেনি। এত চার-ছক্কা দেখা যায়নি আগে কখনও। সর্বোচ্চ দলগত ইনিংস, সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়, এক ম্যাচে সব থেকে বেশি ছক্কা প্রভৃতি বিস্তর রেকর্ড ভেঙে গিয়েছে এই মরশুমে।
এবছর মোট ১৩টি স্টেডিয়ামে খেলা হয় আইপিএলের ম্যাচগুলি। সব মাঠের বাইশগজই মূলত ব্যাটিং সহায়ক ছিল। স্পিনারদের জন্য বাইশগজে সাহায্য ছিল হাতেগোনা কয়েকটি ম্যাচে। ১৩টি স্টেডিয়ামের সার্বিক পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যাবে পিচের চরিত্র।
মুল্লানপুরের পিচে বোলাররা সব থেকে বেশি সাহায্য পেয়েছে। অরুণ জেটলি স্টেডিয়াম ছিল বোলারদের বধ্যভূমি। ইডেনে রান ওঠে বিস্তর। হায়দরাবাদের পিচে প্রথমে ব্যাট করা দল ও পরে ব্যাট করা দলের গড় পারফর্ম্যান্সে বিশেষ কোনও তফাৎ চোখে পড়েনি।
এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই:-
ম্যাচ- ৯সর্বোচ্চ দলগত ইনিংস- ৩ উইকেটে ২১২সর্বনিন্ম দলগত ইনিংস- ১১৩প্রথমে ইনিংসের গড় রান-১৬৯.৮৯দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৫২.০০প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৬টি ম্যাচ
ইডেন গার্ডেন্স, কলকাতা:-
ম্যাচ- ৭সর্বোচ্চ দলগত ইনিংস- ২ উইকেটে ২৬২সর্বনিন্ম দলগত ইনিংস- ৮ উইকেটে ১৩৯প্রথমে ইনিংসের গড় রান-১৯৭.৮৬দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৯৫.৫৮প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৪টি ম্যাচ
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই:-
ম্যাচ- ৭সর্বোচ্চ দলগত ইনিংস- ৫ উইকেটে ২৩৪সর্বনিন্ম দলগত ইনিংস- ৯ উইকেটে ১২৫প্রথমে ইনিংসের গড় রান-১৮৮.১৫দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৭৬.০০প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৪টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু:-
ম্যাচ- ৭সর্বোচ্চ দলগত ইনিংস- ৩ উইকেটে ২৮৭সর্বনিন্ম দলগত ইনিংস- ১৪০প্রথমে ইনিংসের গড় রান-১৯৬.৮৬দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬৬.০০প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৪টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
নরেন্দ্র মোদী স্টেডিয়াম (মোতেরা), আমদাবাদ:-
ম্যাচ- ৮সর্বোচ্চ দলগত ইনিংস- ৩ উইকেটে ২৩১সর্বনিন্ম দলগত ইনিংস- ৮৯প্রথমে ইনিংসের গড় রান-১৭২.৫০দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৭০.২৫প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৬টি ম্যাচ
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (উপ্পল), হায়দরাবাদ:-
ম্যাচ- ৬সর্বোচ্চ দলগত ইনিংস- ৩ উইকেটে ২৭৭সর্বনিন্ম দলগত ইনিংস- ৫ উইকেটে ১৬৫প্রথমে ইনিংসের গড় রান-২০৪.৬৭দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৯৪.১৭প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম (মুল্লানপুর), পঞ্জাব:-
ম্যাচ- ৫সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ১৯২সর্বনিন্ম দলগত ইনিংস- ১৪২প্রথমে ইনিংসের গড় রান-১৬৭.৪০দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬৭.৬০প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
সোয়াই মান সিং স্টেডিয়াম (জয়পুর), রাজস্থান:-
ম্যাচ- ৫সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ১৯৯সর্বনিন্ম দলগত ইনিংস- ৬ উইকেটে ১৭৩প্রথমে ইনিংসের গড় রান-১৮৭.২০দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৮৩.৪০প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচ
আরও পড়ুন:- গত ৮টি T20 বিশ্বকাপে সব থেকে বেশি রান করে গোল্ডেন ব্যাট জেতেন কারা?
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম, লখনউ:-
ম্যাচ- ৭সর্বোচ্চ দলগত ইনিংস- ৬ উইকেটে ২৩৫সর্বনিন্ম দলগত ইনিংস- ১৩০প্রথমে ইনিংসের গড় রান- ১৮২.৮৬দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬২.৭২প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৩টি ম্যাচপরে ব্যাট করা দল জিতেছে- ৪টি ম্যাচ
অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি:-
ম্যাচ- ৫সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ২৬৬সর্বনিন্ম দলগত ইনিংস- ৯ উইকেটে ১৮৯প্রথমে ইনিংসের গড় রান-২৩৫.২০দ্বিতীয় ইনিংসের গড় রান- ২১১.২০প্রথমে ব্যাট করা দল জিতেছে- ৫টি ম্যাচপরে ব্যাট করা দল একটিও ম্যাচ জেতেনি।
হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (ধরমশালা):-
ম্যাচ- ২সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ২৪১সর্বনিন্ম দলগত ইনিংস- ৯ উইকেটে ১৩৯প্রথমে ইনিংসের গড় রান-২০৪.০০দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬০.০০প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচপরে ব্যাট করা দল একটিও ম্যাচ জেতেনি।
ডঃ ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনম:-
ম্যাচ- ২সর্বোচ্চ দলগত ইনিংস- ৭ উইকেটে ২৭২সর্বনিন্ম দলগত ইনিংস- ১৬৬প্রথমে ইনিংসের গড় রান-২৩১.৫০দ্বিতীয় ইনিংসের গড় রান- ১৬৮.৫০প্রথমে ব্যাট করা দল জিতেছে- ২টি ম্যাচপরে ব্যাট করা দল একটিও ম্যাচ জেতেনি।
বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি:-
ম্যাচ- ১সর্বোচ্চ দলগত ইনিংস- ৫ উইকেটে ১৪৫সর্বনিন্ম দলগত ইনিংস- ৯ উইকেটে ১৪৪ম্যাচটি পরে ব্যাট করা দল জিতেছে।