শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৭ তম মরশুম শুরু হতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সমস্ত ফ্র্যাঞ্চাইজি ব্যস্ত তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই তাদের নিজেদের মধ্যে আন্ত স্কোয়াড অনুশীলন ম্যাচ খেলতে ব্যস্ত। এমন আবহে কয়েকদিন আগেই আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফে তাদের ইংরেজি সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ধারাভাষ্যকারলের প্যানেল ঘোষণা করা হয়েছে।
এবার আইপিএলের ডিজিটাল স্ট্রিমিং পার্টনার জিও সিনেমার তরফেও ইংরেজি ভাষা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় তাদের ধারাভাষ্যকারদের প্যানেল প্রকাশ করা হল। রীতিমতো তারকা খচিত সেই প্যানেল। কে নেই সেখানে? ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, ব্রেট লি, ইয়ন মর্গ্যান, অনিল কুম্বলে সহ একাধিক তারকা রয়েছেন ইংরেজি ভাষার ধারাভাষ্যকারদের প্যানেলে। বাংলায় রয়েছেন কিংবদন্তি ঝুলন গোস্বামী। দেখা যাবে গত ওডিআই বিশ্বকাপে আফগানিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করা অজয় জাদেজাকে।
আইপিএলের সম্প্রচার জিও সিনেমায় একেবারে বিনামূল্যে হচ্ছে। যেখানে আগের বছর পর্যন্ত সম্প্রচার হয়েছিল ১১টি ভাষাতে। এই বছর যুক্ত হয়েছে হরিয়ানভি ভাষা। অর্থাৎ ইংরেজি সহ মোট ১২ টি ভাষাতে সম্প্রচার করবে জিও সিনেমা। হরিয়ানভি ভাষাতে এবারেই অভিষেক হচ্ছে ভারতের প্রাক্তন তারকা বীরেন্দ্র সেহওয়াগের। তাঁর সঙ্গী হিসেবে থাকবেন আরেক প্রাক্তন ক্রিকেটার মনবিন্দর বিসলাও। ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। প্রথম ম্যাচে চেন্নাইতে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
অন্যদিকে গুজরাটি ভাষাতে বিশেষজ্ঞ হিসেবে অভিষেক হবে অজয় জাদেজার। এছাড়াও এই আইপিএলে অভিষেক হবে আইপিএল চ্যাম্পিয়ন শেন ওয়াটসন। থাকবেন মাইক হেসনের মতন তারকা কোচও। বাংলার প্যানেলে থাকছেন কিংবদন্তি ঝুলন গোস্বামী। তাঁকে সঙ্গ দেবেন বাংলার ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামীরা। ভোজপুরিতে রয়েছেন তারকা অভিনেতা রবি কিষান। হিন্দিতে থাকছেন জাহির খান, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, সাবা করিম, আরপি সিং, প্রজ্ঞান ওঝার মতন তারকারা।
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক জিও সিনেমায় ইংরেজি ভাষার ধারাভাষ্যকারদের প্যানেল :-
ক্রিস গেইল, এবি ডি'ভিলিয়ার্স, শেন ওয়াটসন, ইয়ন মর্গ্যান, ব্রেট লি, মাইক হেসন, অনিল কুম্বলে, রবীন উথাপ্পা, গ্রেম স্মিথ, স্কট স্টাইরিশ, সঞ্জনা গনেশন এবং সুহেল চন্দক।