রবিবার রয়েছে ভারতীয় দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্মানরক্ষার ম্যাচ। এমনিতে এই ম্যাচের গুরুত্ব রয়েছে একটাই কারণে, সেটা হল এই ম্যাচই নির্ধারিত করবে গ্রুপ টপার কে হবে। সেক্ষেত্রে ভারতীয় দলের সেমির প্রতিপক্ষ কে হবে, তাও নির্ধারিত হয়ে যাবে। আবার একবার আইসিসি বিশ্বকাপ ফাইনালের রিম্যাচ দেখবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে, নাকি টি২০ বিশ্বকাপ ফাইনালের রিম্যাচ হবে? জানা যাবে কালকেই।
আসলে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, তিনটি দলই সেমিফাইনালে উঠতে পারে। আজকের ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচের ওপর নির্ভর করবে ওই গ্রুপ থেকে কোন দুই দল সেমিতে উঠল। আর রবিবারের ম্যাচের পর বোঝা যাবে ভারতের প্রতিপক্ষ কারা। যদিও টিম ইন্ডিয়ার সমস্যার দিক হল আইসিসির সূচি। আসলে এমনভাবেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের সূচি সাজিয়েছে যে মঙ্গলবারই সেমি। অর্থাৎ রবিবার ম্যাচ খেলার পর স্রেফ সোমবার বিশ্রাম নিয়েই মঙ্গলে ফের ম্যাচ। তাই সেমির আগে ক্রিকেটারদের ফিট রাখা এবং ক্লান্ত হতে না দেওয়াই প্রধান কাজ টিম ইন্ডিয়ার কোচিং স্টাফদের।
রবিবারের ম্যাচের আগে ভারতীয় দলের চিন্তা রোহিতের হ্যামস্ট্রিং নিয়ে। এছাড়াও গিলের জ্বর কিছুটা কমেছে। আর শামি সবেমাত্র ফিট হয়ে মাঠে নেমেছে, তাই ঝুঁকি নিয়ে টিম ইন্ডিয়া কিছুই করতে চাইছে না। তবে বেশি পরিবর্তন করে এই ম্যাচে দল হারলেও সমস্যা হবে, মোমেন্টাম নষ্ট হবে। তাই সেকথাও মাথায় রেখেই দল সাজাতে হচ্ছে গম্ভীরকে।
সংবাদসংস্থা পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচের আগে সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলছেন, ‘আমার বেশ কঠিন দুটি ট্রেনিং সেশন হয়েছে, এভাবেই আমরা প্রস্তুতি সেড়েছি। আর যদি বেঞ্চের শক্তির কথা বলি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে সেরা দলই নামানো আবার পরের ম্যাচের জন্যেও ক্রিকেটারদের ফিট রাখা। কিন্তু এটাও ঠিক, যে ওদের বেশি বিশ্রাম দিতেও চাইছি না, কারণ ইতিমধ্যেই প্রায় ৭দিন মাঠের বাইরে রয়েছে তাঁরা(উইক অফের জন্য)। তাই দলের ভারসাম্য রক্ষার জন্য বোলিংয়ের একটু বৈচিত্র আমরা আনতে পারি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টার্গেট আমাদের জয়। কারণ মোমেন্টাম নষ্ট হতে দেওয়া যাবে না, আর গ্রুপ শীর্ষেই থাকতে হবে। ’।
পেসারদের নিয়ে সতর্ক ভারত
রায়ান টেন দুশখাতে এরপরই সাংবাদিক সম্মেলনে বোলারদের চিন্তার কথাটা তুলে ধরেন। যেমন তিনি বোঝাতে চান, রবিবার যদি প্রথমে ভারত ব্যাটিং করে এবং মঙ্গলবার যদি ভারতকে প্রথম বোলিং করতে হয়, সেক্ষেত্রে পেসার বা সিমারদের ৩৬ ঘন্টার মধ্যে ২০ ওভার বোলিং করতে হবে, যেটা অনেকটাই ওয়ার্কলোড ফেলবে। তাই নিউজিল্যান্ড ম্যাচে বোলারদের দিয়ে বিশেষ করে পেসারদের পুরো ওভার বোলিং না করানোয় ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।
রোহিতকে নিয়ে আশার কথা -
রোহিতের চোট নিয়ে ভক্তদের মতোই চিন্তায় থাকার কথা কোচিং স্টাফদেরও। যদিও দুশখাতে কিন্তু আশার বাণী শুনিয়ে বলছেন, ‘রোহিতের এই চোটটা আগেও ছিল। এখন ও ভালোই আছে। ও জানে, কীভাবে এই ধরণের চোটকে ট্যাকেল করতে হয়। ’।
দুই দলেরই অস্ত্র স্পিন
রবিবারের ম্যাচে ভারতের অস্ত্র হতে চলেছে স্পিন। ভারতের মাটিতে টেস্ট সিরিজে যেমন কিউয়িদের স্পিনের সঙ্গে ভারতের লড়াই হয়েছিল, দুবাইতেও তেমনই আভাস পাচ্ছেন টিম ইন্ডিয়ার কোচিং স্টাফের এই সদস্য। তাঁর কথায়, ‘দুই দলের স্পিন অ্যাটাক খুব ভালো। আমরা শুরুর দিকে এতটা স্পিন নির্ভরতা নিয়ে ভাবিনি। তবে এই পিচে আমাদের বোলাররা ভালো স্পিন বোলিং করেছে। আর পরের ম্যাচেও যেরকম পিচ আমরা আশা করছি, তাতে স্পিনাররা ভালো বল করবে বলেই আমার বিশ্বাস ’।
ঋষভকে কেন সুযোগ নয়?
সাংবাদিক সম্মেলনের শেষে রায়ান টেন দুশখাতে আরও বলেন, ‘ঋষভ পন্ত সুযোগ পাচ্ছে না, এটা ওর জন্য কঠিন। কিন্তু এটাই ক্রিকেট। লোকেশ রাহুল ভালোই খেলছে, ও খুব বেশি সুযো পায়না। ঋষভকেও তৈরি রাখতে হবে, কখন ওর দরকার পড়বে জানিনা। তবে দলের দুজন এমন উইকেটরক্ষক থাকা দলের জন্য খুবই ভালো দিক। এমনিতে ভারতীয় দল ৩২০ রান বহু ম্যাচেই সহজে তুলে দেয়, কিন্তু দুবাইয়ের পিচে ৩২০ রান তোলাটা কঠিন। এখানে পিচের চরিত্র একটু আলাদা। আমার মনে হয়েছে আগের দুই ম্যাচের পিচ ছিল ২৮০-২৯০ রানের। পাকিস্তানে যেমন খেলা হলে ৩২০-৩৩০ রান ওঠে, এখানে সেরকম আশা করা যাবে না। তবে এই ধরণের উইকেটে বালো ব্যাটিং করেও ২৮০-২৯০ রানই ওঠা স্বাভাবিক ’।