বাংলাদেশ সফরের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। গতবছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে ভারত। তাই কোনওভাবেই পচা শামুকে পা কাটতে রাজি নয় ভারতের মহিলা ক্রিকেট দল। সেই করণেই পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে প্রতিদেশী দেশে উড়ে যাচ্ছেন হরমনপ্রীত কৌররা।
গতবছর ৩ ম্য়াচের টি-২০ ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে উড়ে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচে ভারত জয় তুলে নিলেও শেষ ম্যাচে হারতে হয় হরমনপ্রীতদের।
পরে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে পরাজিত হয় ভারত। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের কামব্যাক করলেও তৃতীয় ওয়ান ডে ম্যাচ টাই হওয়ায় সিরিজ ১-১ ড্র-য়ে সমাপ্ত হয়। যদিও ২টি সিরিজেই বাংলাদেশের পিচ ও আম্পায়ারিং নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ছিল ভারতীয় দল। হরমনপ্রীত কৌর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আইসিসির শাস্তির কবলেও পড়েন।
আরও পড়ুন:- RCB-র সবুজ থেকে DC-র রামধনু, IPL দলগুলির স্পেশাল জার্সি কেমন, দেখে নিন একনজরে
বাংলাদেশের মহিলা ক্রিকেট দল এই মুহূর্তে মোটেও আহামরি পারফর্ম্যান্স উপহার দিচ্ছে না। তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়। পরে ৩ ম্যাচের টি-২০ সিরিজও ৩-০ ব্যবধানে হেরে বসে।
ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে শেষ ৮টি আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি হোম সিরিজে পরাজিত হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর ২টি ওয়ান ডে ম্যাচে পরাজিত হন নিগার সুলতানারা।
আরও পড়ুন:- Top Five Performers Of KKR: ৫ ম্যাচে ৪টি জয়, KKR-এর প্রাথমিক সাফল্যের পঞ্চপাণ্ডব কারা?
বাংলাদেশ সফরের ৫ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতের মহিলা ক্রিকেট স্কোয়াড:-
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, দয়ালান হেমলতা, সজীবন সজনা, রিচা ঘোষ (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমনজ্যোৎ কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, শোভনা আশা, রেনুকা সিং ঠাকুর ও তিতাস সাধু।