শুভব্রত মুখার্জি:- সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনিয়র মহিলা দলের পারফরম্যান্সে অভূতপূর্ব উন্নতি হয়েছে। ভারত এখনও পর্যন্ত মেয়েদের ওডিআই এবং টি-২০ ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও শিরোপা জিততে পারেনি তারা। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল অক্টোবর মাসেই খেলতে নামছে মেয়েদের টি-২০ বিশ্বকাপে।
প্রথমে এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল এবার মুখিয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপের খেতাব জিততে। সেকথা স্পষ্ট করে দিয়েছেন হরমনপ্রীত কৌর।
আরও পড়ুন:- Maharaja T20 Trophy: মহারাজা ট্রফিতে থামানো যাচ্ছে না করুণ নায়ারকে, IPL নিলামে মুখ ফিরিয়ে থাকা কঠিন হবে
পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন শিরোপা জয় ছাড়া আর কোনও কিছুই ভাবনা চিন্তা করছেন না হরমনপ্রীত। বিশ্বকাপে পজিটিভ ক্রিকেট খেলার লক্ষ্য স্থির করেই এগোচ্ছেন হরমনপ্রীত তাও নিশ্চিত করে দিয়েছেন তিনি। আমিরশাহির পরিবেশের সঙ্গে ভারতের পরিবেশ, বিশেষ করে ২২ গজের অনেকটাই মিল থাকার কথা। সেই সুবিধাকেই কাজে লাগাতে চাইছেন হরমনপ্রীত।
আরও পড়ুন:- Dinesh Karthik Joins LLC: আরসিবির জার্সি ছেড়েই নতুন T20 লিগে যোগ দিলেন দীনেশ কার্তিক, অবসরের পরে ঘোষণা কামব্যাকের
২০২০ টি-২০ বিশ্বকাপের ফাইনাল এবং কমনওয়েলথ গেমসের ফাইনালেও ভারত উঠেছিল। যদিও তারা দুবারেই হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার সেই শেষ ধাপের বাধা টপকাতে মরিয়া হরমনপ্রীতরা। হরমনপ্রীতের ট্রফি ক্যাবিনেটে সব ট্রফি থাকলেও বিশ্বকাপের ট্রফি নেই। ফলে ২০ অক্টোবর ফাইনাল জিততে এখন থেকেই বদ্ধপরিকর তিনি।
আরও পড়ুন:- Jay Shah Elected ICC Chairman: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ICC-র সব থেকে কম বয়সী চেয়ারম্যান হয়ে ইতিহাস গড়লেন জয় শাহ
সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'বিশ্বকাপের মতো মঞ্চে যখন খেলি তখন সবসময়ে আমরা আমাদের সেরাটা দিতে মরিয়া থাকি। নিজেদের সেরাটা উজাড় করে দিই। আমরা অতীতেও বেশ ভালো পারফরম্যান্স করেছি। সেই পারফরম্যান্স এবার ধরে রাখতে চাই। আর তা ধরে রেখেই শেষ ধাপের (ফাইনালের) বাধা পেরতে চাই। আশা করছি এবার আমরা ফাইনালের বাধা টপকাতে পারব। ফাইনালটা এবার আমরাই জিতব আশা রাখি। আমরা খুব বেশি আমিরশাহিতে ক্রিকেট খেলিনি। ফলে ওখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের খুব বেশি পরিচিত নয়। তবে আমার মনে হয় ভারতীয় পরিবেশ পরিস্থিতির সঙ্গে ওখানকার পরিবেশ পরিস্থিতির মিল থাকবে।'