
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি:- এই মুহূর্তে ভারত সফরে রয়েছে অস্ট্রেলিয়ার সিনিয়র মহিলা ক্রিকেট দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই খেলে ফেলেছে তারা। একটিমাত্র টেস্টে ভারত অজিদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। ওয়ানডে সিরিজে আবার ভারতকে হোয়াইটওয়াশ করছে অস্ট্রেলিয়া দল। এরপর টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথম ম্যাচে ভারত জিতে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া দল। আর ম্যাচ জেতার পাশাপাশি এদিন এক অনন্য নজিরও গড়ে ফেলেন মেগান স্কুট।
মহিলাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রাহক হওয়ার নজির গড়লেন তিনি। টপকে গেলেন পাকিস্তানের নিদা দারকে। মাত্র ১০৪ ইনিংসে এই নজির গড়ে ফেললেন মেগান স্কুট। তাঁর ঝুলিতে রয়েছে ১৩১ টি উইকেট। অন্যদিকে নিদা দার ১৩৪ ইনিংসে নিয়েছেন ১৩০ টি উইকেট। তৃতীয় স্থানে থাকা অনিশা মহম্মদ ১১৩ ইনিংসে নিয়েছেন ১২৫ টি উইকেট। ১১২ ইনিংসে ১২৩টি উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন শাবনিম ইসমাইল। ১৩২ ইনিংসেই ১২৩ টি উইকেট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন এলিস পেরি।
প্রসঙ্গত মঙ্গলবার ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে এই নজির গড়েছেন মেগান স্কুট। তিনি এদিন চার ওভার বোলিং করেছেন। নিয়েছেন ১ টি। ভারতীয় ওপেনার শেফালি বর্মার উইকেটটি নিয়ে এদিন টপকে যান নিদা দারকে। মেগান স্কুটের বলে অ্যালিসা হিলির হাতে ক্যাচ দিয়ে আউট হন শেফালি। মাত্র ১৭ বলে ২৬ রান করে আউট হন শেফালি। এদিন ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন রিচা ঘোষ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮.৪ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অজিরা। দুই অজি ওপেনার অ্যালিসা হিলি (৫৫) এবং বেথ মুনি (৫২) এদিন দলের হয়ে জয়ের ভিত গড়ে দেন। যার উপর দাঁড়িয়ে দলের জয় নিশ্চিত করেন তাহিলা ম্যাকগ্রাথ, ফোয়েবে লিচফিল্ডরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports