বাংলা নিউজ > ক্রিকেট > IND vs IRE: জাতীয় দলের হয়ে প্রথম সফর, উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না রিঙ্কু, দিলেন বিশেষ বার্তা
পরবর্তী খবর
IND vs IRE: জাতীয় দলের হয়ে প্রথম সফর, উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না রিঙ্কু, দিলেন বিশেষ বার্তা
1 মিনিটে পড়ুন Updated: 16 Aug 2023, 01:36 PM ISTTania Roy
গত আইপিএলে কেকেআরের হয়ে রিঙ্কুর দুরন্ত পারফরম্যান্স দেখার পর অনেকেই মনে করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তিনি হয়তো সুযোগ পাবেন। কিন্তু সেরকম কিছুই হয়নি। এতে কিছুটা ভেঙে পড়েছিলেন কেকেআর তারকা। তবে ভারতীয় দলে সুযোগের জন্য তাঁকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি।
Ad
রিঙ্কু সিং।
অবশেষে স্বপ্ন পূরণ। চোখে একটাই স্বপ্ন নিয়ে অসংখ্য প্রতিকূলতার মাঝে ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছিলেন রিঙ্কু সিং। আর সেই স্বপ্ন বাস্তবে রুপ নিতে চলেছে। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিনই টিম ইন্ডিয়ার সঙ্গে স্বপ্নপূরণের উড়ানে চেপেছিলেন। যা খবর, তাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হতে পারে আলিগড়ের রিঙ্কুর। আর সেই সঙ্গেই কেকেআর তারকার বহু দিনের স্বপ্ন পূরণ হতে পারে।
সম্প্রতি রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় নিজের বিমান যাত্রার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যখন স্বপ্ন সত্যি হয়। টিম ইন্ডিয়ার হয়ে আমার প্রথম সফর। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে আয়ারল্যান্ড যাচ্ছি।’ ছবিতে রিঙ্কুর চোখেমুখে ফুটে উঠেছে উচ্ছ্বাস।
গত আইপিএলে কেকেআরের হয়ে রিঙ্কুর দুরন্ত পারফরম্যান্স দেখার পর অনেকেই মনে করেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তিনি হয়তো সুযোগ পাবেন। কিন্তু সেরকম কিছুই হয়নি। এতে কিছুটা ভেঙে পড়েছিলেন কেকেআর তারকা। তবে ভারতীয় দলে সুযোগের জন্য তাঁকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। রিঙ্কু প্রথমে সুযোগ পান আসন্ন এশিয়ান গেমসের ভারতীয় দলে। এর পরে তাঁকে সুযোগ দেওয়া হয় জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে। সেই সিরিজ খেলতেই মঙ্গলবার ভারতীয় দলের সঙ্গে ডাবলিন রওনা হয়েছেন রিঙ্কু।
রিঙ্কুর যাত্রা পথটা একেবারেই সহজ ছিল না। আইপিএলের প্রথম তিন মরশুমে তিনি খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। মাত্র ৭৭ রান ছিল তাঁর ঝুলিতে। ২০২১ মরশুমে তিনি একটিও ম্যাচ খেলেননি। ২০২২ আইপিএলের দ্বিতীয় পর্বে তিনি কয়েকটি ক্যামিও ইনিংস খেলেছিলেন। তবে ২০২৩ আইপিএলে বদলে যায় তাঁর ভাগ্য।
এক জন গেম-চেঞ্জার হিসেবে নিজেকে প্রমাণিত করেছিলেন রিঙ্কু। বিশেষ করে, আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে আমদাবাদে শেষ ওভারের শেষ পাঁচ বলে টানা ছয় মেরে কলকাতা নাইট রাইডার্সকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। সেই ইনিংসে ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নেন তিনি। তার পর রিঙ্কুই হয়ে ওঠেন কেকেআর-এর হিরো। তিনি ২০২৩ আইপিএলে ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৭৪ রান সংগ্রহ করেছেন।