জসপ্রীত বুমরাহ ১১তম ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চলেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেতে চলেছে। সেই সিরিজ খেলার জন্য মঙ্গলবার টিম ইন্ডিয়া ডাবলিনেও উড়ে গিয়েছে। প্রায় ১১ মাস পর চোট সারিয়ে দলে ফিরেছেন। আর দলের ফিরেই তিনি নেতৃত্ব দিতে চলেছেন। তিনি প্রথম পেসার, যিনি ভারতকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চলেছেন ১৮ অগস্ট থেকে এই সিরিজ শুরু হবে।
ভারতকে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মোট ৭২টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এর পরেই রয়েছেন রোহিত শর্মা। তার পর বিরাট কোহলি। রোহিত এবং কোহলি যথাক্রমে ৫১টি এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ভারত সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ধোনির নেতৃত্বে। তারা ধোনির সময়ে মোট ৪১টি ম্যাচে জয় পেয়েছিল।
আরও পড়ুন: ব্যাজবলে মজেছেন কপিল, দিলেন রোহিতকে আগ্রাসী হওয়ার পরামর্শ
এছাড়াও ১৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যার মধ্যে ভারত ১০টিতে জিতেছিল। পন্ত পাঁচটিতে দিয়েছিল। ২টি জিতেছিল ভারত। সুরেশ রায়না আবার ভারতকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। যার সবকটিতেই জিতেছিল ভারত। শিখর ধাওয়ান ৩টি দিয়েছিল নেতৃত্ব। একটিতে জিতেছিল ভারত। অজিঙ্কা রাহানে ২টিতে দিয়ে একটি জিতিয়েছিল দলকে। বীরেন্দ্র সেহওয়াগ, কেএল রাহুল একটি করে ম্যাচে নেতৃত্ব দিয়ে, সেটিতেই দলকে জিতিয়েছিল। বুমরাহের সামনে এবার নতুন চ্যালেঞ্জ।
এর আগে ২০২০ সালে, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত টেস্ট ম্যাচে দলের অধিনায়ক ছিলেন, যেখানে তিনি দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। তবে এবার নিজের ফিটনেস টেস্ট দেওয়ার পাশাপাশি দলকে নেতৃত্বও দেবেন, যে লড়াইটা কিন্তু সহজ হবে না।
আরও পড়ুন: জাতীয় দলের হয়ে প্রথম সফর, উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না রিঙ্কু, দিলেন বিশেষ বার্তা
ভারতীয় দলে ঢোকার আগে বুমরাহ ফিটনেস ফিরে পেতে কঠোর অনুশীলন করেছেন। এত দিন নেটে পুরোদমে বলও করছেন তিনি। এমন কী একটি প্রস্তুতি ম্যাচে ১০ ওভার বলও করতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ম্যাচে ১০ ওভার বল করে ২টি মেডেন দিয়ে ৩৪ রানে একটি উইকেট নিয়েছিলেন তিনি। আসলে এশিয়া কাপের দল ঘোষণার আগে বুমরাহের ফিটনেস দেখে নিতে চাইছে বোর্ডের নির্বাচকেরা। এই সিরিজে মূলত নির্বাচক ছাড়াও সকলের নজর থাকবে বুমরাহের উপর। চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল, বিশ্ব টেস্ট ফাইনালও খেলতে পারেননি বুমরাহ। কিন্তু বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন তিনি। তবে সবই নির্ভর করছে আয়ারল্যান্ড সফরে বুমরাহ কেমন পারফরম্যান্স করছেন, তার উপরে।