বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: ৯ রানের জন্য সেঞ্চুরি মিস, রানআউট হয়ে শুভমনের দুর্ভাগ্য জুড়ল মানকড়, বেঙ্গসরকার, ধোনিদের সঙ্গে- ভিডিয়ো
পরবর্তী খবর
IND vs ENG: ৯ রানের জন্য সেঞ্চুরি মিস, রানআউট হয়ে শুভমনের দুর্ভাগ্য জুড়ল মানকড়, বেঙ্গসরকার, ধোনিদের সঙ্গে- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2024, 12:18 PM ISTTania Roy
শুভমন গিল ডাইভ দিয়েও শেষ রক্ষা করতে পারেননি। মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান ছিল। যার ফলে রান আউট হয়ে ৯১ রানে মাঠ ছাড়তে হল তাঁকে। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি অধরা থেকে যায় শুভমন গিলের।
৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শুভমন গিল।
ভারতের তরুণ তারকা শুভমন গিল তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থামলেন। ৯১ করে রানআউট হয়ে যান শুভমন। সেই সঙ্গেই শুভমনের দুর্ভাগ্য জুড়ে গেল ভিনু মানকড় (৯৬), এমএল জয়সিমহা (৯৯), দিলীপ বেঙ্গসরকার (৯০), অজয় জাদেজা (৯৬), মহেন্দ্র সিং ধোনির (৯৯) সঙ্গে। এঁরা প্রত্যেকেই শুভমনের মতো ৯০-এর ঘরে পৌঁছে রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন।
রাজকোটে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে শুভমন গিল যখন ৯১-এ ব্যাট করছিলেন, তখন একটি ভুল কলের জন্য নিজের উইকেট হারান। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেও, তা অধরা থাকায় রীতিমতো হতাশ হয়ে পড়েন গিল।
৬৩.৬তম ওভারে স্ট্রাইকে ছিলেন কুলদীপ। মিড অনের দিকে শট মেরেছিলেন তিনি। শুভমন গিল সিঙ্গল নেওয়ার জন্য ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু একটু পরেই কুলদীপ তাঁকে রান নিতে নিষেধ করায় ক্রিজের দিকে ফিরে আসেন শুভমন। ততক্ষণে বেন স্টোকস বল ছুড়ে দেন টম হার্টলির দিকে। সঙ্গে সঙ্গে হার্টলি তা স্টাম্পে ছুইয়ে দেন।