শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে সব থেকে বেশি উন্নতি করেছে যে দলটি, তারা নিঃসন্দেহে আফগানিস্তান। তাদের ক্রিকেট ইতিহাসে প্রথম বার তারা ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে তারা মোহালিতে হেরে গিয়েছিল। এমন আবহেই ইন্দোরে দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আফগানিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে ভালো স্কোর করেছিল আফগানিস্তান দল। তবে সেই রান তাড়া করেই ভারত এক দুরন্ত জয় তুলে নিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান তাড়া করে জয়ের তালিকায় জায়গা করে নিল ভারতীয় দল।
আরও পড়ুন: T20I-তে সর্বোচ্চ ডাক করার চেয়ে এক ধাপ দূরে রোহিত, তবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি গোল্ডেন ডাকের লজ্জার নজির হিটম্যানের
আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক রান তাড়া করার নজির রয়েছে শ্রীলঙ্কার। তারা ২০২২ সালে শারজাতে আফগানিস্তানের বিরুদ্ধে ১৭৬ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। সেই তালিকাতেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে রবিবারের ইন্দোরের ভারত বনাম আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচে ১৭৩ রান তাড়া করে জয় পেয়েছে ভারতীয় দল। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২২ সালের আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ। বেলফাস্টের এই ম্যাচে ১৬৯ রান তাড়া করে জিতেছিল আইরিশরা। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ২০১৫ সালের আফগানিস্তান বনাম হংকং ম্যাচ। আবুধাবিতে এই ম্যাচে ১৬৩ রান তাড়া করে জিতেছিল হংকং।
আরও পড়ুন: সাদা-বলের ক্রিকেট খেলার যোগ্য নন অশ্বিন- তারকা স্পিনারকে নিয়ে বিস্ফোরক যুবরাজ