বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AFG, 2nd T20I: পোহা আর আবেশ- ইন্দোরের দু'টি জিনিসের প্রতি ভারতীয় দলের ভালোবাসা প্রকাশ্যে- ভিডিয়ো
পরবর্তী খবর
IND vs AFG, 2nd T20I: পোহা আর আবেশ- ইন্দোরের দু'টি জিনিসের প্রতি ভারতীয় দলের ভালোবাসা প্রকাশ্যে- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 13 Jan 2024, 04:23 PM ISTTania Roy
দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে ভারত ইন্দোরে পৌঁছানোর পরেই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শনিবার একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ইন্দোর সম্পর্কে বলতে গিয়ে, সেখানকার কোন জিনিস তাঁদের ভালো লাগে, সেই কথা শেয়ার করে নিয়েছেন।
শ্রেয়স আইয়ার, আবেশ খান এবং সঞ্জু স্যামসন।
এক ম্যাচ বাকি থাকতেই, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ জিতে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। আর সেই লক্ষ্য পূরণেই রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (T20I) আফগানিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মা ব্রিগেড।
বৃহস্পতিবার মোহালিতে উদ্বোধনী টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে ছয় উইকেটে জয় এনে দিতে শিবম দুবের নজরকাড়া হাফসেঞ্চুরি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এই জয়ের হাত ধরেই ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
বাঁ-হাতি শিবম দুবে ৪০ বলে অপরাজিত ৬০ রান করে ভারতকে ১৫ বল বাকি থাকতে ১৫৯ রানের লক্ষ্য অতিক্রম করতে সাহায্য করে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৫ উইকেটে ১৫৮ রান করেছিল। সেই রান তাড়া করে সহজ জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে ভারত ইন্দোরে পৌঁছানোর পরেই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শনিবার একটি মজাদার ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ইন্দোর সম্পর্কে বলতে গিয়ে, সেখানকার কোন জিনিস তাঁদের ভালো লাগে, সেই কথা শেয়ার করে নিয়েছেন।
কিছু প্লেয়ার যেমন ইন্দোরের আইকনিক খাবার পোহাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকে আবার ইন্দোরের ছেলে আবেশ খানকে দলের সবচেয়ে হাস্যরসাত্মক ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
মধ্যপ্রদেশের ইন্দোরের ছেলে আবেশকে এই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘সবাইকে হ্যালো, আপ সভি কা স্বাগত হ্যায় মেরে শহের ইন্দোর মে (আমি আমার নিজের শহর ইন্দোরে আপনাদের সবাইকে স্বাগত জানাই)।’