ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে ভারতকে চ্যাম্পিয়ন্স করাতে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অনেকেই। যথার্থই দলগত পারফর্ম্যান্সে ভর করে ইন্ডিয়া মাস্টার্স দল উদ্বোধনী আইএমএলের খেতাব জেতে। তবে সকলের মাঝেও আলাদা করে নজর কাড়েন আম্বাতি রায়াড়ু। বিশেষ করে ফাইনালে যে রকম দাপুটে ইনিংস খেলে সচিনের হাতে ট্রফি তুলে দেন আম্বাতি, তাতে আলাদা করে কৃতিত্ব প্রাপ্য তাঁর।
যদিও আম্বাতি ছাড়াও সারা টুর্নামেন্টে ভারতের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন যুবরাজ সি, গুরকিরৎ সিং মন ও ক্যাপ্টেন সচিন তেন্ডুলকর। বল হাতে চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরেন পবন নেগি, বিনয় কুমার, শাহবাজ নদিমরা। দলের পারফর্ম্যান্সে ব্যাটে-বলে সমান অবদান রাখেন স্টুয়ার্ট বিনি, ইরফান পাঠানরা। আপাতত দেখে নেওয়া যাক এবারের মাস্টার্স লিগে ভারতের হয়ে সব থেকে বেশি রান ও সব থেকে বেশি উইকেট সংগ্রহ করেছেন কারা।
ইন্ডিয়া মাস্টার্সের হয়ে সব থেকে বেশি রান করা ৫ ব্যাটার
১. আম্বাতি রায়াড়ু- ৫টি ইনিংসে ব্যাট করে ভারতের হয়ে সব থেকে বেশি ১৮৮ রান সংগ্রহ করেন রায়াড়ু। তিনি হাফ-সেঞ্চুরি করেন ২টি। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৪ রানের।
২. সচিন তেন্ডুলকর- ভারতের ক্যাপ্টেন সচিন ৬টি ইনিংসে ব্যাট করে ১৮১ রান সংগ্রহ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ১টি। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৪ রানের।
৩. যুবরাজ সিং- ভারতের ভাইস ক্যাপ্টেন যুবরাজ ৫টি ইনিংসে ব্যাট করে ১৭৯ রান সংগ্রহ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেন ১টি। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৫৯ রানের।
৪. গুরকিরৎ সিং মন- ভারতের হয়ে ৬টি ইনিংসে ব্যাট করে চতুর্থ সর্বোচ্চ ১৭৩ রান সংগ্রহ করেন গুরকিরৎ। তিনি হাফ-সেঞ্চুরি করেন ১টি। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৩ রানের।
৫. স্টুয়ার্ট বিনি- ইন্ডিয়া মাস্টার্সের হয়ে ৪টি ইনিংসে ব্যাট করে পঞ্চম সর্বোচ্চ ১২২ রান সংগ্রহ করেন বিনি। তিনি হাফ-সেঞ্চুরি করেন ১টি। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৮ রানের।
ইন্ডিয়া মাস্টার্সের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়া ৫ বোলার
১. পবন নেগি- ৬টি ম্যাচে বল করে ভারতের হয়ে সব থেকে বেশি ৯টি উইকেট দখল করেন পবন নেগি। তিনি ওভার প্রতি ৭.০৫ রান খরচ করেন। টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ১৬ রানে ২ উইকেট।
২. বিনয় কুমার- ৫টি ম্যাচে বল করে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট দখল করেন বিনয় কুমার। তিনি ওভার প্রতি ১১.৮১ রান খরচ করেন। টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ২৬ রানে ৩ উইকেট।
৩. স্টুয়ার্ট বিনি- ৭টি ম্যাচে বল করে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৭টি উইকেট দখল করেন স্টুয়ার্ট বিনি। তিনি ওভার প্রতি ৮.৩৬ রান খরচ করেন। টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ১৩ রানে ৩ উইকেট।
৪. শাহবাজ নদিম- ৩টি ম্যাচে বল করে ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ ৬টি উইকেট দখল করেন শাহবাজ নদিম। তিনি ওভার প্রতি ৫.১০ রান খরচ করেন। টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ১৫ রানে ৪ উইকেট।
৫. ইরফান পাঠান- ৭টি ম্যাচে বল করে মোট ৬টি উইকেট দখল করেন ইরফান পাঠান। তিনি ওভার প্রতি ১০.৩৩ রান খরচ করেন। টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৩৯ রানে ৩ উইকেট। ইরফান ৫টি ইনিংসে ব্যাট করে ১১৩ রান সংগ্রহ করেন। ১টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৫৬ রানের।
ইন্ডিয়া মাস্টার্স বনাম ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স ফাইনালের ফলাফল
রবিবার রায়পুরে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের ফাইনালে সম্মুখসমরে নামে ইন্ডিয়া মাস্টার্স ও ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। ম্যাচে ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ১৭ বল বাকি থাকতে ৬ উইকেটে পরাজিত করে সচিনের ইন্ডিয়া মাস্টার্স। শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৮ রান সংগ্রহ করে।
আরও পড়ুন:- WPL 2025-এ ছক্কায় সেরা গার্ডনার, প্রথম দশে রয়েছেন শেফালি-রিচা
পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া মাস্টার্স ১৭.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলার সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আম্বাতি রায়াড়ু।