শুভব্রত মুখার্জি: ডব্লিউপিএলের আসন্ন মরশুম একেবারে দোড়গোড়াতে উপস্থিত। এই মরশুম শুরুর আগেই জোর ধাক্কা খেলো গুজরাট জায়ান্টস দল। মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে সব থেকে দামি অ্যানকাপড ক্রিকেটারকে এই বছরেই দলে নিয়েছিলেন তারা। ২ কোটি টাকায় তারা কিনেছিলেন কাশভি গৌতমকে। তবে আসন্ন ডব্লিউপিএল মরশুম শুরুর আগেই ছিটকে গেলেন তিনি। চোটের কারণে আসন্ন মরশুমে তাঁর পক্ষে খেলা আর সম্ভব হবে না। সোমবার এক বিবৃতিতে ডব্লিউপিএলের তরফে বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রতিদিন ৫০০ করে বল খেলেছেন, স্পিনের বিরুদ্ধে অভিজ্ঞতা অর্জন করতে ১৬০০ কিমি সফর করেছেন সরফরাজ
বিবৃতিতে লেখা হয়েছে, ‘উদীয়মান তারকা কাশভি গৌতম, যিনি টাটা ডব্লিউপিএলের ইতিহাসে সব থেকে দামি অ্যানকাপড ভারতীয় ক্রিকেটার, আসন্ন দ্বিতীয় মরশুম থেকে তিনি চোটের কারণে ছিটকে গিয়েছেন। ২ কোটি টাকা খরচ করে গুজরাট জায়ান্টসের তরফে তাঁর সার্ভিস নিশ্চিত করা হয়েছিল।এবার তাঁর পরিবর্তে সায়ালি সাতগারেকে দলে নিল গুজরাট জায়ান্টস। সায়ালির বেস প্রাইস ১০ লাখ টাকায় তাঁকে দলে নিল গুজরাট।’ প্রসঙ্গত গত ডিসেম্বরে ডব্লিউপিএলের নিলামে কাশভিকে দলে নিয়েছিল গুজরাট দল। ২ কোটি টাকায় এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে নিয়েছিল তারা।
আরও পড়ুন: অকারণেই আইপিএল থেকে নাম প্রত্যাহার অ্যাটকিনসনের, চাপ না নিয়ে আগেভাগেই বদলি ঠিক করে ফেলল KKR
কাশভির বদলি হিসেবে দলে আসা সায়ালি সাতগারে যথেষ্ট পরিচিত মুখ। ২০২০ সালে তিনি স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন ট্রেলবেজার্স দলের হয়ে খেলেছিলেন টি-২০ চ্যালেঞ্জ কাপে। উল্লেখ্য, নিলামে গুজরাট দল ১০ জন ক্রিকেটারকে কিনেছিল। তাদের মধ্যে অন্যতম ছিল কাশভি গৌতম। এছাড়াও নিলাম থেকে গুজরাট জায়ান্টস কিনেছিল ফোয়েবে লিচফিল্ড, মেঘনা সিং, প্রিয়া মিশ্র, তৃষা পূজিতা, লরেন্স চেতি, ক্যাথরিন ব্রাইস, মন্নত কাশ্যপ, বেদা কৃষ্ণমূর্তি এবং তারান্নুম পাঠানকে। তবে কাশভি গৌতম ছাড়াও এই মরশুমে লরেন্স চেতিকে পাবে না গুজরাট দল। মেডিক্যাল ইমার্জেন্সির কারণে তিনিও ছিটকে গিয়েছেন। তাঁর এই মুহূর্তে চর্ম অর্থাৎ চামড়ার ক্যান্সারের চিকিৎসা চলছে। লরেন্সের বদলি হিসেবে নিউজিল্যান্ডের লিয়া তাহুহুকে দলে নিয়েছে গুজরাট। ২৫ ফেব্রুয়ারি আসন্ন ডব্লিউপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে গুজরাট। মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে গুজরাট।