রবিবার ভারতীয় দলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ম্যাচ। এই ম্যাচই নির্ধারণ করতে চলেছে, ভারতীয় দলের প্রতিপক্ষ কে হবে ICC Champions Trophyর শেষ চারে। দঃ আফ্রিকা দল বি গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে পৌঁছে গেছে। আর অস্ট্রেলিয়া হয়েছে সেই গ্রুপ থেকে দ্বিতীয়। অর্থাৎ ভারতীয় দলের পরের ম্যাচে প্রতিপক্ষ, শেষ দুই আইসিসি প্রতিযোগিতার ফাইনালিস্টরা।
২০২৩ ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া করেছিল ভারত। ফাইনালে তাঁরা আহমেদাবাদে হেরে যায়। আবার তাঁর মাস সাতেক পরই ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া মুখোমুখি হয়েছিল দঃ আফ্রিকার। টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল সেই ম্যাচে জিতেছিল প্রোটিয়াদের বিরুদ্ধে, এবং রোহিতরাই ট্রফি জেতে।
সেমিফাইনিল্ট দলের পেস অ্যাটাক ধাক্কা খেয়েছিল
রবিবারের ম্যাচ তাই ভারতের কাছে প্ল্যানিংয়ের দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ। আর বাস্তবিক ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং সাউথ আফ্রিকা, চার দলই কিন্তু তাঁদের দলের শক্তিশালী পেস অ্যাটাককে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে এসেছে। যেমন নর্কিয়া, কোয়েটজিদের পায়নি প্রোটিয়ারা, কিউয়িরা পায়নি লকি ফার্গুসনকে। ভারতও বুমরাহকে ছাড়া নেমেছে, তেমন অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক, কামিন্স, হেজেলউড কেউই নেই।
চ্যাম্পিনয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড আর কাপ জয়ের মধ্যে রয়েছে তিনটি ম্যাচের ফারাক। ভারতের ক্ষেত্রেও অঙ্কটা তেমনটাই। আইসিসি ইভেন্টে সাম্প্রতিক সময় ভারতীয় দল ফেভারিট হিসেবেই নামে। সেকথা এক কথায় স্বীকার করে নিচ্ছেন কিউয়িদের অলরাউন্ডার গ্লেন ফিলিপ। এবারের প্রতিযোগিতায় দুর্ধর্ষ ক্যাচ নিয়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন।
পিচে টার্ন থাকবে, বলছেন কিউয়ি অলরাউন্ডার
দুবাইয়ের মাটিতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিচে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে গ্লেন ফিলিপস বলছেন, ‘ভারতীয় দল খুবই শক্তিশালী। সব দিক দিয়েই তাঁরা ব্যালেন্সড। পিচ একটু স্লো হবে, ফলে টার্ন থাকবে। ভারতের সঙ্গে বেশ ভালো ম্যাচ হবে, আমাদেরকেও আমাদের সব ফাঁকফোকর ঢেকে ফেলতে হবে। ’।
পাকিস্তান-ইংল্যান্ডের পথে হাঁটছেন না ফিলিপস
হেরো পার্টিদের অনেকেই ভারতীয় দলের দুবাইতে টানা ম্যাচ খেলার অ্যাডভান্টেজ নিয়ে কথা বলেছেন, যেমন আকিব জাভেদ, নাসির হোসেনরা। যদিও গ্লেন ফিলিপস সেই রাস্তায় হাঁটছেন না। যারা ভারতকে টেস্ট সিরিজে ভারতের মাটিতে এসে ৩-০ হারিয়ে যেতে পারে, তাঁদের থেকে যেমন আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গোয়েজ পাওয়া উচিত, সেটাই দেখালেন ফিলিপস।
আরও পড়ুন-নাকে কেঁদে লাভ নেই! ভারতকে দুবাইয়ে খেলতে হওয়া বাকিদের মতো হইচইয়ে রাজি নন কিউয়িরা
কোনও অজুহাত দিতে চান না গ্লেন ফিলিপস
কিউয়ি অলরাউন্ডারকে দুবাইতে ভারতের ম্যাচ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা ওসব বিষয় নিয়ে ভাবছিই না, তাই সেসব নিয়ে আমরা কোনও অজুহাতও দেব না। ভারত তাঁদের মতো করে তৈরি হবে, আমরা আমাদের মতো করে তৈরি হব। আলাদা আলাদা পিচে , আলাদা পরিবেশে খেলেছি আমরা দুবাইতে আসার আগে, তাই সেটা আমাদের সুবিধা হয়েছে। আশা করছি নতুন পরিবেশে আমরা নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দেব ’।