লর্ডস টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি যখন দিনের শেষ ওভারে খেলার সময় ইচ্ছাকৃতভাবেই সময় নষ্ট করছিলেন, তখন শুভমন গিল এগিয়ে গিয়ে তাঁকে কটুক্তি করেন। গিলের এই এগিয়ে গিয়ে দলনেতা হিসেবে প্রতিপক্ষ ক্রিকেটাকদের চাপে রাখার কৌশল এমনিতে ভারতীয়দের মনে ধরেছিল। আবার অন্যান্য দেশের ক্রিকেটারদের খুব একটা বিষয়টা পছন্দ হয়নি। যদিও গিলের এই আচরণের সঙ্গে বিরাট কোহলিরও তুলনা শুরু হয়। কিন্তু গিলের আগ্রাসনের পরও ভারতীয় দলের ভাগ্যে লর্ডসে দেখা মেলে হারের।
আর তারপরই শুভমন গিলের এই আচরণ নিয়েই মুখ খুললেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মইন আলি। তিনি বর্তমানে গ্লোবাল সুপার লিগে খেলছেন। এমনিতে গিলের কাজে কোনও ভুল দেখছেন না প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার। তবে তিনি মনে করেন, গিলের তাতানোতেই তেতে উঠেছে ইংরেজরা, যার ফলে তাঁদের ভিতর থেকেই সেরাটা দেওয়ার মানসিকতা জেগে ওঠে, এবং তারই ফল লর্ডসের এই জয়।
মইন আলি বলেন, ‘শুভমন যেটা করেছে, সেটা ঠিকই আছে। ও চেষ্টা করছিল প্রতিযোগিতামুলকভাবে পারফরমেন্স করতে, যেমনটা বিরাট কোহলি করত ওর মতোই লড়াই করতে। সেটা ভুল নয়।কিন্তু সেটা করতে গিয়েই ও যেটা করেছে সেটা হল ও ইংল্যান্ডের ভিতর থেকে সেরাটা বের করে নিয়ে এসেছে। ইংল্যান্ডের যে লড়াই করার মানসিকতা ছিল সেটা বের করে এনেছে। আমার তো মনে হচ্ছে এটা এবার অন্য একটা ইংল্যান্ড দল। এটা সিরিজের জন্য ভালো। তবে আমি জানি না কেন গিলকে সমালোচনা করা হচ্ছে। ’।
এদিকে অনেকেই প্রথম তিন টেস্টে কুলদীপ যাদবকে না খেলানো নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। কারণ অনেকেরই মত চাইনাম্যান স্পিনার কুলদীপ থাকলে ভারতীয় দলের বোলিংয়ে ধার বাড়ত। যদিও মইন আলি কিন্তু মনে বলছেন, ‘আমিও চাই কুলদীপকে প্রথম একাদশে দেখতে, কিন্তু ও কার জায়গায় খেলবে? ওয়াসিংটন ভালো বোলিং করেছে, জাদেজা ভালো ব্যাটিং করছে। তাই এই জায়গায় কুলদীপকে নিয়ে আসাটা কঠিন। আমার মনে হয়না এই দলে ওকে সুযোগ দেওয়া সহজ হবে ’।