আফগানিস্তানের মহিলাদের দুর্দশা নিয়েই এবার আইসিসির মঞ্চে মুখ খুললেন ইংল্যান্ড দলের অধিনায়ক জোস বাটলার। তালিবানরা আফগানিস্তানের শাসনে আসে ২০২১ সালে। আর তারপর থেকেই আফগান মহিলা দলকে সমস্তরকমের খেলাধুলা থেকে বঞ্চিত করে তাঁরা। এমনকি অফিসে কাজ করা, পড়াশোনার ক্ষেত্রেও তাঁদের ওপর সীমানা টেনে দেওয়া হয়। ফলে রশিদ খান, মহম্মদ নবিরা বিশ্ব ক্রিকেটের মঞ্চে ফুল ফোটানোর সুযোগ পেলেও ব্রাত্য সেদেশের মহিলারা। যা নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছে বেশ কয়েকটি ক্রিকেটখেলিয়ে দেশ। উঠেছে আফগান দলকে বয়কটের দাবিও।
আরও পড়ুন-FIH Pro League-এ চমক ভারতের! প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারাল দীপিকারা
কেন আফগানদের বয়কট নয়?
আইসিসি চ্যাম্পিনয়ন্স ট্রফিতে আফগানিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচও তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বয়কটের দাবি জানিয়েছিলেন ব্রিটিশ রাজনীতিবিদসহ বেশ কয়েকটি স্তরের মানুষ। যদিও আইসিসির ইভেন্টে বয়কটের রাস্তায় না নেমে আফগানদের বিরুদ্ধে দলকে খেলাচ্ছে ইসিবি। তবে ম্যাচের আগে মুখ ফুটে মনের কথা বলেই ফেললেন ইংরেজ অধিনায়ক।
আফগান মহিলাদের দুর্দশায় ব্যথিত
ম্যাচ নিয়ে জোস বাটলার বলেন, ‘আমরা অনেক বিশেষজ্ঞদের থেকেই পরামর্শ নিয়েছি। আমার মনে হয় রব কি এবং ইসিবিকে ক্রেডিট দিতে হবে, তাঁরা খুবই সমর্থন জানিয়েছে আমায় এবং ক্রিকেটারদের। ইসিবি নিজের সিদ্ধান্ত নিয়েছে এবং সেই নিয়ে আমাদের অবগত করেছে। আমরা অত্যন্ত ব্যথিত আফগানিস্তানের মহিলা এবং মেয়েরা যে পরিস্থিতিতে রয়েছে এবং যে দুর্দশার সম্মুখীন হয়েছে, তা দেখে। কিন্তু আমি আশা করব কালকের খেলাও একটা আশার আলো জাগাতে পারবে তাঁদের মধ্যে। হয়ত এই ম্যাচ তাঁরা এত কষ্টের মধ্যেও উপভোগ করবে ’।
খেলা থেকেই আলো ফিরবে আফগানিস্তানে
ইংরেজ অধিনায়কের কথায়, ‘আমরা এই ম্যাচের জন্য উচ্ছসিত। স্পোর্টসের একটা শক্তি আছে সর্বস্তরের মানুষকে এক করে দেওয়ার। ক্রিকেট আশার আলো জাগাতে পারে, যেটা আমার বিশ্বাস এই ম্যাচ থেকে হবে। ওরা খুবই প্রতিযোগিতামুলক একটি দল। ভালো খেলে আসছে সাম্প্রতিক সময়। বছরের পর বছর ধরে ওরা খেলায় অনেক উন্নতি করেছে, তাই ওদের অনেক সম্মানও করি। মহম্মদ রশিদ, নূর আহমেদের মতো ভালো স্পিনার রয়েছে ওদের, যাদের বিরুদ্ধে আমাদের তৈরি হয়েই নামতে হবে ’।
২০২৩ বিশ্বকাপের স্মৃতি টাটকা বাটলারদের
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে এই আফগানিস্তানের বিরুদ্ধেই হারতে হয়েছিল তাঁদের। এবার কি তাই বাড়তি সতর্ক দল? বাটলার বলছেন, ‘তবে প্রতিপক্ষের দিকে তাকানোর পাশাপাশি নিজেদের ওপরই ভরসা রাখতে হবে এবং ফোকাস করতে হবে। আমাদের সেরা ক্রিকেটটা বের করে আনতে হবে। এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী থাকা গেলেই জয় তুলে নেওয়া সম্ভব হবে’।