জসপ্রীত বুমরাহর সম্ভাব্য প্রভাব নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ। ভারতের এই পেস তারকাকে কেন্দ্র করে তারা যে কোনও পরিকল্পনা সাজাচ্ছে না সেটা প্রকাশ করেছেন আকিব জাভেদ। তাঁর মন্তব্য বুমরাহর জন্য বিশেষ কোনও পরিকল্পনার প্রয়োজন নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আকিব স্পষ্ট করে দিয়েছেন যে পাকিস্তান দল বুমরাহকে ঘিরে বিশেষ কোনও পরিকল্পনা করবে না।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিবৃতিতে বলেন আকিব জাভেদ বলেন, ‘ওরা (ভারত) বরং বুমরাহর ফিটনেস নিয়ে চিন্তা করুক। চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সুন্দর দিক হল এখানে কোনও দলকে হালকাভাবে নেওয়া যায় না। বিশ্বের সেরা আটটি দল এখানে খেলছে। যদি কোনও দলের বুমরাহের মতো একজন বোলার থাকে, তবে এটি একটি প্লাস পয়েন্ট। কিন্তু আমরা শুধুমাত্র তাকে কেন্দ্র করেই সব পরিকল্পনা সাজাবো, এমন কিছু নয়।’
আরও পড়ুন … বল করার ঠিক আগে আমি রোহিতকে বললাম… T20 World Cup 2024 ফাইনাল নিয়ে একাধিক রহস্য ফাঁস করলেন হার্দিক
এ বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ংকর বোলিং করা জসপ্রীত বুমরাহ সিডনিতে সিরিজের শেষ টেস্টে ভুগেছেন। প্রথম ইনিংসে বল করার পর পিঠের ব্যথার কারণে দ্বিতীয় ইনিংসে খেলতে পারেননি তিনি। ২০২৪ সালে তিনি মোট ৩৮৬.৪ ওভার বল করেছেন, যা তার শরীরের ওপর বড় প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজের শেষ ম্যাচে জসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভারত ৩-১ ব্যবধানে ম্যাচটি হেরে যায়।
আরও পড়ুন … সামনে এল Champions Trophy 2025-র টিম ইন্ডিয়ার নতুন জার্সি! এটা পরেই IND vs ENG ODI-এ মাঠে নামবেন রোহিত-কোহলি
তবে ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও ভারতের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, বুমরাহর স্ক্যানের ফলাফলের অপেক্ষায় রয়েছে দল, যা তার অংশগ্রহণ নির্ধারণ করবে। ভারত বনাম ইংল্যান্ডের প্রথম ওয়ানডের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘জসপ্রীতের স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছি, যা আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে।’
দলের ম্যানেজমেন্ট আশা করছে, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডের আগে বুমরাহর ফিটনেস নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। রোহিত যোগ করে বলেন, ‘আমরা স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছি, যা কয়েকদিনের মধ্যে আসবে। তারপর হয়তো শেষ ওয়ানডেতে তার খেলার বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’
আরও পড়ুন … IND vs ENG 1st ODI: বুমরাহর স্ক্যানের রিপোর্টের অপেক্ষায় আছি: ভারতীয় বোলিং ইউনিট নিয়ে কী বললেন রোহিত শর্মা?
যেখানে প্রত্যেক দল বুমরাহর প্রভাবকে মেনে নিচ্ছে, তারা প্রত্যেকেই বলেছেন যে বুমরাহর প্রভাব অস্বীকার করার উপায় নেই। সেখানে পাকিস্তান দলের হেড স্যার একেবারেই উল্টো পথে হাঁটছেন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন জসপ্রীত বুমরাহ। ২১ ম্যাচে ১৩.৭৬ গড়ে ৮৬ উইকেট নিয়েছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে তার দাপট ছিল আরও বেশি। ১৩ ম্যাচে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট শিকার করেছিলেন তিনি। যেখানে পাঁচটি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তাঁর নামের পাশে।
ভারত বনাম পাকিস্তান
এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এক মহারণে মুখোমুখি হবে। ভারত সীমিত ওভারের ক্রিকেটে সব সময়ে আধিপত্য বজায় রেখেছে।