শুভব্রত মুখার্জি:- টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। ২০ টি দেশকে নিয়ে এবারের বিশ্বকাপের আসর বসতে চলেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে।তার আগে বেশিরভাগ দল তাদের চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। পিছিয়ে নেই ভারতও। ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।ভারতীয় দলে এই বিশ্বকাপে অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন সূর্যকুমার যাদব। আইসিসির টি-২০ ক্রমতালিকায় দীর্ঘদিন শীর্ষে থাকা এই ব্যাটারের ফর্মের উপর ভারতের জেতা হারা অনেকাংশেই নির্ভর করছে।এমন পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয়, তা হল সূর্যকুমারের ব্যাটিং অর্ডার। অর্থাৎ কত নম্বরে ব্যাট করবেন তিনি? সম্প্রতি সেই বিষয়টি নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান ব্রায়ান লারা। তিনি তাঁর মতামত ব্যক্ত করেছেন। কিন্তু ব্রায়ান লারার এই উপদেশ কি আদৌও পছন্দ হবে রোহিত শর্মা বা রাহুল দ্রাবিড়ের তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।
চলতি আইপিএলে প্রথম দিকে চোটের কারণে কয়েকটা ম্যাচে খেলতে পারেননি সূর্যকুমার যাদব।এরপর তিনি দলে ফিরলেও সেইভাবে বলার মতন রান পাচ্ছিলেন না। তবে মোক্ষম সময়ে তিনি ফর্মে ফিরেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে একটি দুরন্ত শতরান করেছেন। এই দুরন্ত শতরান করে দলকে সানরাইজার্স দলকে এনে দিয়েছেন সাত উইকেটে বড় জয়।
টি-২০' তে এটি সূর্যর ষষ্ঠ শতরান।তার আগে রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিরাট নয়টি এবং রোহিত আটটি শতরান করেছেন। বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে চার নম্বরে সূর্যকুমার যাদব খেলবেন বলেই আশা বিশেষজ্ঞদের। তিনে নামবেন বিরাট কোহলি। ব্রায়ান লারার মতে বিশ্বকাপে ভারতের হয়ে তিন নম্বরে সূর্য এবং চার নম্বরে বিরাট কোহলি নামলে দলের সুবিধা হবে। কেন এই কথা বলছেন তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন। তবে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা যে এই উপদেশে খুব বেশি খুশি হবেন এমনটা নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
স্টার স্পোর্টসের ব্যবস্থাপনায় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লারা বলেন ‘ আমার একমাত্র উপদেশ হল স্কাইকে(সূর্যকুমার যাদব) তিন নম্বরে ব্যাট করাতেই হবে। যদিও আমি জানিনা এই উপদেশটা সকলের ভালো লাগবে কি লাগবে না। তবে ওঁকে তিনে ব্যাট করতেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার ও। আপনি যদি ভিভ রিচার্ডসের মতন কিংবদন্তির সঙ্গেও কথা বলেন তাহলে সেও আপনাকে সেই কথাই বলবে। কারণ সবাই চায় যতটা বেশি সম্ভব উইকেটে সময় কাটাতে।সূর্য তো ওপেনার না। যত বেশি সময় ওঁকে দেওয়া সম্ভব সেটা দাও। ১০-১৫ ওভারও যদি ব্যাট করতে পারে ভারতের জন্য সেটা ভালো। ব্যাট করে ভারতকে ও দারুন একটা জায়গায় নিয়ে যেতে পারে। আমার মনে হয় সকলের একসঙ্গে বসে এই ব্যাটিং পজিশন নিয়ে কথাটা বলে যদি কোন সমস্যা থাকে তা মেটানো উচিত। আমার মনে হয় সূর্য যাতে তিনে ব্যাট করতে পারে সেটার উপায় সবার একসঙ্গে বসে বের করা উচিত।’