বাংলা নিউজ > ক্রিকেট > আর কোনও ঝুঁকি নয়- এবার বিমানে নিজের জলের বোতল নিয়েই উঠলেন ময়াঙ্ক আগরওয়াল
পরবর্তী খবর
আর কোনও ঝুঁকি নয়- এবার বিমানে নিজের জলের বোতল নিয়েই উঠলেন ময়াঙ্ক আগরওয়াল
1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2024, 07:29 AM ISTTania Roy
গত মাসের শেষের দিকেই রঞ্জি খেলে বিমানে ওঠার পরে, সেখানে পানীয় নেওয়ার পরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল। বিমান থেকে তাঁকে সঙ্গে সঙ্গে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। আর সেই ঘটনা থেকে তিনি শিক্ষা নিয়েই, এখন জলের বোতল সঙ্গী করেই বিমান সফর করছেন।
ময়াঙ্ক আগরওয়াল।
শুভব্রত মুখার্জি: কথায় বলে, লোকে ঠেকে শেখে। মানে পরিবেশ, পরিস্থিতিতে পড়লে মানুষ নিজের মতন করে ঠিক শিখে নেয়। ঠিক যেমনটা ঘটেছে ভারতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে। গত মাসের শেষ দিকেই রঞ্জি খেলে ত্রিপুরা থেকে দিল্লিগামী বিমানে ওঠার পরে সেখানে পানীয় নেওয়ার পরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। বিমান থেকে তাঁকে সঙ্গে সঙ্গে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি।
আর সেই ঘটনা থেকে যে তিনি শিক্ষা নিয়েছেন, তা বলাই যায়। এবার বিমানে একেবারে নিজের জলের বোতল সহ উঠেছেন তিনি। আর বিমানের ভিতরেই নিজের জলের বোতল হাতে একটি ছবি তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
বিমানের জানলার পাশের সিটে বসে রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। তাঁর বাঁ হাতে ধরা রয়েছে একটি জলের বোতল। সেই অবস্থাতেই একটি নিজস্বী তুলে তা পোস্ট করেছেন তিনি। কিছুটা মজার ছলে লিখেছেন ,‘বিলকুল ভি রিস্ক নেহি লেনে কা রে বাবা।’ অর্থাৎ একেবারেই আর রিস্ক অর্থাৎ ঝুঁকি নেওয়া যাবে না। তাঁর টুইটটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। উল্লেখ্য, সেই ঘটনার পরপরেই হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে হয়েছিল কর্ণাটকের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালকে। ঘটনার জেরে ময়াঙ্কের গলা ফুলে যায়। তাঁর আলসার অর্থাৎ ঘাও হয়ে গিয়েছিল।