২০২৩-২৪ বিগ ব্যাশ লিগে এখনও পর্যন্ত মাঠে বেশ কয়েকটি আকর্ষণীয় মুহূর্ত তৈরি হয়েছে। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে শনিবারের একটি ম্যাচের ঘটনা। যে ঘটনাটি ঘিরে তীব্র হাসির রোল উঠে গিয়েছে। এ যেন অনেকটা ‘হাঁসজারু’র মতো বিষয়। ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সিডনি সিক্সার্স এবং মেলবোর্ন স্টার্সের মধ্যে ম্যাচটি চলাকালীনই ঘটেছে হাস্যকর ঘটনাটি। তৃতীয় আম্পায়ারের কাণ্ড ঘিরে এখন হাস্যরস উপচে পড়ছে নেটপাড়ায়। আসলে ম্যাচের তৃতীয় আম্পায়ার ভুল করে ব্যাটারকে আউট দিয়েছিলেন, কারণ তিনি ভুল বোতাম টিপেছিলেন। তবে দ্রুত নিজের সিদ্ধান্ত বদলে নটআউট দিয়ে দেন। তার আগে অবশ্যে মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠতে নিলেও, ফিল্ড আম্পায়ার সেটা সামলে নেন। ঘটনাটি ঘটে সিক্সার্সের ব্যাটিংয়ের সময়ে, যখন জেমস ভিন্স বলটি সরাসরি বোলার ইমাদ ওয়াসিমের দিকে মারেন।
আরও পড়ুন: এসব কথায় হাসিই পায়- ভনের ‘কম জেতা দল’ মন্তব্যের প্রেক্ষিতে সপাটে জবাব অশ্বিনের
আসলে বলটি স্টাম্পে লেগেছিল এবং রান আউটের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়েছিল। রিপ্লেতে স্পষ্ট ভাবে দেখা গিয়েছে যে জোশ ফিলিপ নন-স্ট্রাইকার প্রান্তে তার ক্রিজের ভেতরে ব্যাট রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু বিশাল পর্দায় দেখা যায় যে, তৃতীয় আম্পায়ার তাঁকে আউট দিয়েছেন। এতে মাঠে বিভ্রান্তির সৃষ্টি হয়। ফিল্ড আম্পায়ার অবশ্য জানিয়েছিলেন যে, নিশ্চয়ই কিছু ভুল হয়েছে এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দ্রুত ফিরিয়ে নেওয়া হয়েছিল।
ভিন্সের ৫৭ বলে ৭৯ রান এবং ড্যানিয়েল হিউজের ৩২ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংসের হাত ধরে স্টার্স সিক্সার্সকে ছয় উইকেটে পরাজিত করে। এর আগে ম্যাক্সওয়েল (১৪ বলে ৩১), মার্কাস স্টোইনিস (অপরাজিত ৩০ বলে ৩৪) এবং হিলটন কার্টরাইট (২২ বলে ২৯) চিত্তাকর্ষক পারফরম্যান্স করেন। যার হাত ধরে সিক্সার্সক ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছিল।
আরও পড়ুন: ধুতি পরে ক্রিকেট খেলে চমক বৈদিক পণ্ডিতদের, জিতলেই মিলবে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন দেখার ছাড়পত্র- ভিডিয়ো
এদিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ মেলবোর্ন রেনেগেডসে ১৩ মরশুম কাটানোর পর বিগ ব্যাশ লিগ (বিবিএল) থেকে অবসরের ঘোষণা করে দেন। মেলবোর্ন রেনেগেডস একটি অফিসিয়াল বিবৃতিতে বলে দেয়, ‘মেলবোর্ন রেনেগেডসের কিংবদন্তি অ্যারন ফিঞ্চ বিগ ব্যাশ ক্যারিয়ারে তার অবিশ্বাস্য ১৩ মরশুম কাটানোর পর ইতি ঘোষণা করেছেন।’