Uttar Pradesh Vs Karnataka Syed Mushtaq Ali Trophy 2023: দল হারায় ব্যর্থ হল মায়াঙ্ক আগরওয়ালের অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি।
রিঙ্কু সিং ও ভুবনেশ্বর কুমার। ছবি- বিসিসিআই।
চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ই-গ্রুপে জয়ের হ্যাটট্রিক করল উত্তরপ্রদেশ। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে রিঙ্কু সিংরা বড় ব্যবধানে পরাজিত করেন শক্তিশালী কর্ণাটককে। এবারের মুস্তাক আলি ট্রফিতে অবশ্য কর্ণাটককে পরিচিত মেজাজে দেখা যাচ্ছে না মোটেও। মধ্যপ্রদেশ ও নাগাল্যান্ডকে হারালেও দিল্লির পরে এবার ইউপির কাছে মাথা নত করতে হয় মায়াঙ্ক আগরওয়ালদের।
দেরাদুনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে উত্তরপ্রেদশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৬ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। দাপুটে হাফ-সেঞ্চুরি করেন ওপেনার অভিষেক গোস্বামী। তিনি ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৭৭ রান করে আউট হন।
নীতিশ রানা করেন ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪০ রান। রিঙ্কু সিং বরাবরের মতো ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ৩টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৫ রান করে নট-আউট থাকেন ধ্রুব জুরেল। এছাড়া ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৪ রান করেন সমীর রিজভি। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন করণ শর্মা।
কর্ণাটকের কৃষ্ণাপ্পা গৌতম ৩৫ রানে ২টি উইকেট নেন। ৩০ রান খরচ করে ১টি উইকেট দখল করেন প্রসিধ কৃষ্ণা। ৫৫ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন বিজয়কুমার বৈশাক। উইকেট পাননি কাভেরাপ্পা।
জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক ১৮.৩ ওভারে ১৫৬ রানে অল-আউট হয়ে যায়। ৪০ রানের ব্যবধানে ম্যাচ জেতে উত্তরপ্রদেশ। ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস খেলে সাজঘরে ফেরেন। বিআর শরৎ ২৬, মণীশ পান্ডে ১১, মনোজ ভান্দাগে ১৩, অভিনব মনোহর ১৩ ও কৃষ্ণাপ্পা গৌতম অপরাজিত ১৫ রান করেন। ১ রান করে আউট হন দেবদূত পাডিক্কাল। শূন্য রানে সাজঘরে ফেরেন শুভাঙ্গ হেজ ও কাভেরাপ্পা।