বাংলা নিউজ > ক্রিকেট > BGT MCG Test: 'কখনও ভাবিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে এভাবে অবসর নিতে দেখব', X-এ ট্রেন্ডিং 'হ্যাপি রিটায়রমেন্ট'
পরবর্তী খবর
আজ সকালে ৩৯টি বল ধৈর্য ধরে খেলে ৪০তম বলে সেই প্যাট কামিন্সের বলেই আউট হলেন রোহিত শর্মা। আউট হয়ে রোহিত যখন সাজঘরে ফিরছেন, তখন তাঁর নামের পাশে লেখা - ৯ রান। এদিকে অনেকেই আশা করে ছিলেন, অস্ট্রেলিয়ার মিডিয়াকে ব্যাটের মাধ্যমে হয়ত কড়া 'জবাব' দিতে পারেন বিরাট কোহলি। তবে আজ ফের 'পুরনো রোগে আক্রান্ত' হয়ে আউট হলেন বিরাট। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে মারতে গিয়ে আউট হন ভারতীয় কিংবদন্তি। আর দলের দুই সিনিয়র ফের একবার বিফল হওয়ায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তাঁদের অবসরের দাবি উঠে গিয়েছে। 'হ্যাপি রিটায়েরমেন্ট' (অবসর সুখের হোক) ট্রেন্ডিং হয়ে গিয়েছে এক্স-এ। (আরও পড়ুন: ৩, ৬, ১০, ৩, ৯... বাংলাদেশের আশরাফুলকে 'হারিয়ে' অজি ভূমে লজ্জার নজির রোহিতের)