শুভব্রত মুখার্জি: এক দশকের বেশি সময় ভারতকে অপেক্ষা করতে হয়েছে আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেতে। এই সময় কালে একাধিক বার সেমিফাইনাল, ফাইনালে পৌঁছেও তারা শেষ হাসি হাসতে পারেনি। সেই খরা কেটে গিয়েছে শনিবার অর্থাৎ ২৯ জুন। বার্বাডোজে আইকনিক কেনসিংটন ওভালে ফের একবার বিশ্বজয়ীর তকমা উঠেছে ভারতের গায়ে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সাত মাস আগে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের ফাইনালে আশা জাগিয়েও হেরে গিয়েছিল। সেই হতাশা কাটিয়ে উঠে এক টানটান উত্তেজনার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
আরও পড়ুন: বিশ্বকাপ জিতিয়ে রাজার মতো T20I-কে আলবিদা জানালেন রোহিতও
ভারতের এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যে কয়েক জন ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। ফাইনালের পরে আর্শদীপের এক বিশেষ আচরণ হৃদয় স্পর্শ করেছে সকলের। নিজের বিশ্বকাপ জয়ের মেডেলটা তিনি নিজের গলা থেকে খুলে পরিয়ে দেন তাঁর বাবা-মাকে। যে ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আর আর্শদীপের এই আচরণ মুগ্ধ করেছে সকলকেই।
আরও পড়ুন: শেষ টি২০ খেলে ফেললাম, নবীন প্রজন্ম তৈরি… ট্রফি জিতে বিরাট মঞ্চ ত্যাগ
বার্বাডোজের কেনসিংটন ওভালে ভারতের ফাইনাল জয়ের পরে প্রত্যেক ক্রিকেটার তাঁর পরিবার পরিজনের সঙ্গে মুহূর্তটা উদযাপন করছিলেন। কেউ তাঁর স্ত্রী, কেউ তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কেউ ভিডিয়ো কলে তাঁর পরিবারের সঙ্গে কথা বলছিলেন, খেলছিলেন। এই সময়েই মাঠে চলে আসেন আর্শদীপ সিংয়ের বাবা -মা। তাদের কাছে ছুটে গিয়ে তাঁদেরকে আলিঙ্গন করেন তিনি। ছেলেকে আদরও করে দেন মা। এর পরেই আর্শদীপ তাঁর গলার মেডেলটি খুলে তা পরিয়ে দেন তাঁর বাবা-মায়ের গলাতে। সেই ঘটনা পুরোটাই ক্যামেরাবন্দি করা হয়। এর পরেই সেই ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়াতে। যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
বাবা-মায়ের গলাতে সেই মেডেল পরিয়ে দিয়ে তাদের আলাদা আলাদা করে ছবি তোলেন আর্শদীপ সিং। এর পর বাবা-মাকে নিয়ে নিজেও একটি ছবি তোলেন আর্শদীপ সিং। প্রসঙ্গত গোটা টুর্নামেন্ট জুড়ে বেশ ভালো ফর্মে ছিলেন আর্শদীপ সিং। টুর্নামেন্টের সেরা হয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। তিনি কিপ্টে বোলিং করার পাশাপাশি নিয়েছেন ১৫টি উইকেট। যে উইকেটের বেশির ভাগটাই এসেছে গুরুত্বপূর্ণ সময়ে ভারতকে ম্যাচে ফেরাতে।
আরও পড়ুন: হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল… ক্যাপ্টেন কুলের মোড়ক খুলে রোহিতদের উচ্ছ্বসিত শুভেচ্ছা ধোনির
ঘটনাচক্রে জসপ্রীত বুমরাহর থেকেও এই বিশ্বকাপে বেশি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং। তিনি নিয়েছেন ১৭টি উইকেট। আফগানিস্তানের ফজলহক ফারুকির সঙ্গে যৌথ ভাবে তিনি এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও হয়েছেন। ফাইনালে তিনি ২০ রান দিয়ে দুই উইকেট নেন। যার মধ্যে রয়েছে কুইন্টন ডি'ককের গুরুত্বপূর্ণ উইকেট।