100 International Sixes In A Year: এক ক্যালেন্ডার বর্ষে বিশ্বের আর কেউ আন্তর্জাতিক ক্রিকেটে এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি।
রোহিতের রেকর্ড ভাঙলেন ওয়াসিম। ছবি- টুইটার।
রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আমিরশাহির হয়ে ওপেন করতে নেমে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন মহম্মদ ওয়াসিম। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষমেশ ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৩ রান করে আউট হন ওয়াসিম।
উল্লেখযোগ্য বিষয় হল, বছরের শেষ দিনে আফগানদের বিরুদ্ধে ৩টি ছক্কা হাঁকানোর সুবাদে অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড গড়েন ওয়াসিম। আজ পর্যন্ত বিশ্বের কোনও ব্যাটসম্যান যা করে দেখাতে পারেননি, তেমনই নজির গড়েন তিনি। বিশ্বের প্রথম ও এযাবৎ একমাত্র ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকানোর বিরল নজির গড়েন আমিরশাহির অভিজ্ঞ ব্যাটার।
আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্য়াচে ৩টি ছক্কা হাঁকানোর সুবাদে ২০২৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে ওয়াসিমের আন্তর্জাতিক ছক্কার সংখ্যা দাঁড়ায় ১০১টি। তিনি ২০২৩ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৪টি ইনিংসে ব্যাট করে ৪৭টি ছক্কা মারেন। ২০২৩ সালে ২৩টি আন্তর্জাতিক টি-২০ ইনিংসে ব্যাট করে ওয়াসিম ৫৪টি ছক্কা মেরেছেন।
মহম্মদ ওয়াসিম ২০২৩ সালে বিশ্বের সব দেশের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি ৮৬৩ রান সংগ্রহ করেছেন। তিনি সারা বছরে ওয়ান ডে ক্রিকেটে সাকুল্যে ৭৮২ রান সংগ্রহ করেছেন। আমিরশাহির তারকা ওপেনার ২০২৩ সালে সব থেকে বেশি ওয়ান ডে রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ৩৩ নম্বরে থাকেন।
উল্লেখযোগ্য বিষয় হল, এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি আন্তর্জাতিক ছক্কা হাঁকানোর নিরিখে রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভেঙে দেন মহম্মদ ওয়াসিম। রোহিত শর্মা ২০২৩ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি ছক্কা মেরেছেন। ২০১৯ সালে সব ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হিটম্যান সাকুল্যে ৭৮টি ছক্কা হাঁকান।