গত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে ছিলেন বৈভব সূর্যবংশী। যদিও বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফির তিনটি ম্যাচে মাঠে নেমে ব্যাট হাতে সফল হননি তিনি। অবশেষে চতুর্থ ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে ঝড় তোলেন বৈভব। ১৩ বছরের ওপেনার ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন বরোদার বিরুদ্ধে।
মঙ্গলবার হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির ই-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে বরোদা ও বিহার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বরোদা। তারা ৪৯ ওভারে ২৭৭ রানে অল-আউট হয়ে যায়। দাপুটে শতরান করেন বিষ্ণু সোলাঙ্কি। ক্যাপ্টেন ক্রুণাল বড় রানের মুখ দেখেননি।
দাপুটে শতরান বিষ্ণু সোলাঙ্কির
বিষ্ণু ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি তিনি শতরানের গণ্ডি টপকান ৯৪ বলে। অর্থাৎ, হাফ-সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে বিষ্ণু খরচ করেন ২৪টি বল। তিনি তিন অঙ্কের রানে পৌঁছতে সাহায্য নেন ১১টি চার ও ২টি ছক্কার। শেষমেশ ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ বলে ১০৯ রান করে মাঠ ছাড়েন বিষ্ণু।
আরও পড়ুন:- Vijay Hazare Trophy: আইপিএলে দলে নেয়নি কেউ, বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরির হ্যাটট্রিক মায়াঙ্কের
এছাড়া শাশ্বত রাওয়াত ২৪, নিনাদ রথওয়া ৭, ক্রুণাল পান্ডিয়া ৮, অতীত শেঠ ৩৪, শিবালিক শর্মা ৩৯, ভানু পানিয়া ১১, রাজ লিম্বানি ১১, মহেশ পিথিয়া ১৫ ও ভার্গব ভট্ট অপরাজিত ৯ রানের যোগদান রাখেন।
বিহারের হয়ে ১০ ওভারে ৩৮ রান খরচ করে ৪টি উইকেট নেন আমোদ যাদব। ৯ ওভারে ৭৪ রান খরচ করে ২টি উইকেট নেন রঘুবেন্দ্রপ্রতাপ সিং। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন সূরজ কাশ্যপ, সাকিবুল গনি ও হিমাংশু সিং।
আরও পড়ুন:- Vijay Hazare Trophy: মাত্র ২৪ বলে মারকাটারি হাফ-সেঞ্চুরি শার্দুলের, ২০০-র দোরগোড়ায় আউট ১৭ বছরের আয়ুষ
ঝোড়ো হাফ-সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর
বিহারের হয়ে পালটা ওপেন করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। গত আইপিএল নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া বৈভব এই ম্যাচে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৪২ বলে ৭১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফরেন। সাকুল্যে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। বৈভবের এমন ধুমধাড়াক্কা ইনিংস নিশ্চিতভাবেই খুশি করবে তাঁর আইপিএল দল রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড়কে।
আরও পড়ুন:- Test Team Of The Year 2024: অজি বোর্ডের বর্ষসেরা টেস্ট দলের ক্যাপ্টেন বুমরাহ, সেরা একাদশে নেই রোহিত-কোহলি-কামিন্স
যদিও বৈভবের এমন লড়াকু ইনিংস সত্ত্বেও ৩৬ রানে ম্যাচ হারে বিহার। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪১ রান তোলে।