বন সহায়ক পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ বন দফতর। শূন্য পদের সংখ্যা প্রায় ২ হাজার। প্রাথমিক ভাবে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরে অবশ্য মেয়াদ বাড়ানো হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৬ অগস্ট ২০২০।যোগ্যতা: প্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।বয়স: প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তাপাশিলি জাতি,উপজাতি দের জন্য বয়েসের ছাড় রয়েছে।বেতন: মাসে ১০ হাজার টাকা।স্ক্রিনিং, পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।বিস্তারিত জানতে বন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalforest.gov.in এ চোখ রাখতে হবে।